হোটেল-রেস্তোরাঁ খাতে বর্ধিত কর বাতিল করে ৫ শতাংশেই বহাল থাকার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
এর আগে ভ্যাট কমানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি পাঠায় রেস্তোরাঁ মালিক সমিতি। চিঠির জবাবে এনবিআর জানিয়েছে, মালিক সমিতির উল্লিখিত দিকগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে ভ্যাট পুনর্বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, চলতি মাসের ৯ জানুয়ারি রেস্তোরাঁসহ শতাধিক পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁ খাতে ৫ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ১০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক ১০ শতাংশ যোগ করা হলে রেস্তোরাঁর খাবারের ওপর ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হবে। গুলশান-বনানীর মানুষ এই ভ্যাট দিতে পারলেও সাধারণ মানুষের পক্ষে এটা দেওয়া সম্ভব না উল্লেখ করে ভ্যাট কমানোর দাবি তোলে সংগঠনটি।
মন্তব্য করুন