মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধ দমনে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে : আইজিপি

ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা। ছবি : কালবেলা
ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা। ছবি : কালবেলা

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম বলেছেন, অপরাধ দমনে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে।

সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্যে এ কথা বলেন আইজিপি। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

আইজিপি বাহারুল আলম বলেন, আমাদের সততা দিয়ে কাজ করতে হবে ও ন্যায়ের পথে থাকতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও খুন বন্ধ করতে আমাদের শতভাগ চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে চাঁদাবাজি ও মাদকসহ সব অপরাধ দমন করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো প্রতিকূলতা থাকে সেটি মোকাবিলা করে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি বলেন, ছিনতাইকারী ও চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে। ডিএমপির থানাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দায়িত্ববোধ ও আগ্রহ থেকে সবাইকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে।

ডিএমপি কমিশনার বলেন, মামলা তদন্তে অগ্রগতি আরও বাড়াতে হবে। থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে রেসপন্স করতে হবে এবং সে সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ শুরু করতে হবে। জিডি তদন্তের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব করা যাবে না।

তিনি আরও বলেন, চোরাই মোবাইল ফোন উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চোরাই মোবাইল ফোন কোথায় বিক্রি করা হয়, সেগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, পিপিএম বলেন, অপরাধ দমনে ট্রাফিক পুলিশ থানা পুলিশকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে থানা পুলিশও ট্রাফিক পুলিশকে সহায়তার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব পালন করবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, মামলা তদন্ত সঠিকভাবে করতে হবে ও তদন্তে আরও গতিশীলতা আনতে হবে। মামলা তদন্তে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম, পিপিএম-বলেন, সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনোভাবেই চাঁদাবাজ ও ছিনতাইকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা সবাই মিলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে জনগণের আস্থা ফিরিয়ে আনব।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন ডিসেম্বর ২০২৪ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

মাসিক অপরাধ সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেখ হাসিনা বিষ প্রয়োগে বেগম জিয়াকে হত্যার চেষ্টা করেছিল’

জামায়াতের অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্থায়ী কমিটির বৈঠক / চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন চায় বিএনপি

এইচএমপিভি নিয়ন্ত্রণে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা

গেস্টরুমের পুনরাবৃত্তির প্রতিবাদ ও ডাকসুর রোডম্যাপ দাবি

দল থেকে আ.লীগ নেতার পদত্যাগ

চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জনগণ দেশের এক ইঞ্চি মাটিও ছাড়বে না : জুয়েল

শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে : ডা. জাহিদ

ইরানের সাথে এক টেবিলে ইউরোপের ৩ দেশ

১০

মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ : ফাইন্যান্সিয়াল টাইমস

১১

প্রধান শিক্ষকের ‘দুর্নীতি’, অপসারণ চান ৭ শিক্ষক

১২

ঘুষ নেওয়ার অভিযোগে এসিল্যান্ডের নামে মামলা

১৩

সংস্কারের নামে দীর্ঘায়িত করা হচ্ছে নির্বাচন : মাহবুবুর রহমান শামীম

১৪

কম দামে মধু বিক্রি করছেন মৌয়ালরা

১৫

বিপিএলে রংপুর রাইডার্সের জয়রথ অব্যাহত

১৬

‘ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন’

১৭

কুষ্টিয়ায় জামায়াত কর্মী হত্যার ঘটনায় শাস্তির দাবি

১৮

আজহারীর মাহফিলের জন্য মন্দির ঢেকে দেওয়ার দাবিটি সত্য নয়

১৯

গেমিংয়ে চমক দিতে বাংলাদেশে আসছে নতুন এলজি এআই মনিটর

২০
X