চিকিৎসকদের পদোন্নতির কাজ ত্বরান্বিত ও সার্বিক সহযোগিতার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. মির্জা মো. আসাদুজ্জামানকে (রতন) আহ্বায়ক এবং ডা. মোহাম্মদ আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ফোরামের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের কনফারেন্স রুমে পদোন্নতিপ্রত্যাশী বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের ১৫ বিষয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই আহ্বায়ক কমিটি গঠন করেন।
কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন ডা. মো. শামসুল আরেফিন, ডা. মো. বশির উদ্দীন, ডা. মো. নূর মোহাম্মদ শরীফ, ডা. মো. ইকবাল হোসাইন, ডা. কায়সার ইয়ামিদ ইষাদ, ডা. মো. খায়রুল ইসলাম ও ডা. মো. আশরাফুল আলম সুমন। কোষাধক্ষ্য হয়েছেন ডা. মোহাম্মদ সাফায়াত কামাল।
সদস্য হয়েছেন ডা. মোহাম্মদ আসাদুজ্জামান, ডা. ফাহমিদা রশীদ, ডা. আশফাক নবী, ডা. হাসান মাহবুব, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. সুমিত রঞ্জন বসাক, ডা. শর্মিষ্ঠা ঘোষাল, ডা. মোস্তাব শিরা মৌসুমী, ডা. নাজমা খাতুন, ডা. শুভেচ্ছা আহমেদ, ডা. মীর রাশেখ আলম, ডা. ফকির ওয়ালিদ শাহ, ডা. মো. আরিফুজ্জামান (শিহাব), ডা. গোলাম মাহমুদ (সুহাস), ডা. কে এম শারফুদ্দিন (আশিক), ডা. আব্দুল্লাহ আল (মুকিত), ডা. আতিকুল আজিজ, ডা. সোহাগ চক্রবর্তী, ডা. মো. মাহমুদুল আমিন সাকিক, ডা. মো. আজিজুল হক (মানিক), ডা. সজীব মাহমুদ রাইহান, ডা. এস এম এ মাহবুব, ডা. এস এ আর আশিক চৌধুরী, ডা. রাশেদুল হাসান (রিপন), ডা. সি এম মুসাব্বির রহমান, ডা. নাফিজ ইমতিয়াজ (শিপলু), ডা. শাওন বিন রহমান, ডা. নাসিম রেজা চৌধুরী, ডা. নাবিল আমিন খান, ডা. মো. ইমরুল হাসান এবং ডা. আলতাফ হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামের প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সদস্য হিসেবে কো-অ্যাপ্ট করা যাবে।
মন্তব্য করুন