কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সওজ’র প্রকৌশলী শাহ আরেফিনের বরখাস্তাদেশ প্রত্যাহার দাবি আইইবির

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফিনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাময়িক বরখাস্ত আদেশের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়ে বলা হয় আইইবির সদস্য এবং সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত মোহাম্মদ শাহ আরেফিন (আইইবি মেম্বারশিপ নং-এম/২৬০৪৫)-এর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত রোববার তাকে সাময়িকভাবে বরখাস্ত করার বিষয়টি আইইবি’র দৃষ্টিগোচর হয়েছে।

সেই প্রেক্ষিতে আইইবি’র নির্বাহী কমিটি কর্তৃক তার বিরুদ্ধে আনীত অসদাচরণের বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।

আলোচনার প্রেক্ষিতে সবাই এই বিষয়ে একমত পোষণ করেন, প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফিনকে তার অপরাধ কী তা জানার সুযোগ না দিয়ে এবং কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে সম্পূর্ণ একতরফাভাবে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশটি মৌলিক অধিকার পরিপন্থি, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফিন একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে প্রকৌশলী মহলে ব্যাপকভাবে সুপরিচিত ও সমাদৃত। তাকে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাময়িক বরখাস্ত করায় আইইবি’র নির্বাহী কমিটির সব সদস্য চরমভাবে ক্ষুব্ধ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রত্যয় নিয়ে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাই এই সরকারের সময়ে একজন প্রকৌশলীর অধিকার ক্ষুণ্নপূর্বক এহেন একতরফা প্রজ্ঞাপন জারি করা কোনোভাবেই সমীচীন নয় বলে আইইবি মনে করে।

ওই ঘটনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীসহ দেশের সর্বস্তরের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সঞ্চার করছে।

এই একতরফা সাময়িক বরখাস্ত আদেশের বিরুদ্ধে আইইবি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এহেন পরিস্থিতিতে দেশের সর্বস্তরের প্রকৌশলীগণের পক্ষে পেশাদারী মনোভাব নিয়ে সাহসিকতার সঙ্গে কারিগরি দায়িত্ব পালন করা দুরূহ হবে। তাই অবিলম্বে এ প্রজ্ঞাপন প্রত্যাহার করার জন্য আইইবি’র পক্ষ থেকে জোর দাবি জানানো যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের ডিসপ্লেতে ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’, অতঃপর...

মা-ছেলের সাক্ষাৎ, আজহারী বললেন হৃদয় প্রশান্তকারী দৃশ্য

রেকর্ড ভুল তথ্যপ্রবাহে কেটেছে ২০২৪

জলাশয় ও কৃষিজমি ভরাট বন্ধে রাজউকের উচ্ছেদ অভিযান

ডাকসুর গঠনতন্ত্র সংস্কার প্রস্তাব ছাত্র ফেডারেশনের

তামিমেরর সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে আসে বিএসএফ, বিজিবির অ্যাকশন

যুবদল নেতার মাসিক চাঁদার টার্গেট ৫০ লাখ টাকা

সাংবাদিকের বিরুদ্ধে মামলা, জানেন না বাদী

কুয়েত সফরে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান

১০

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ : জড়িতদের অপসারণ ও শাস্তি দাবি

১১

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

১২

গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান

১৩

গ্রিনল্যান্ড-পানামা খালের দখল নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

১৪

কৃষিবিদ মাইদুল হাসান পিন্টুর অকাল প্রয়াণ 

১৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি

১৬

হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো জনগণ ভালোভাবে নেয়নি : রিজভী

১৭

নওগাঁর ৫০ পয়সার ফুলকপি ঢাকায় ৩০ টাকা

১৮

খালেদা জিয়াকে দেখে আবেগাপ্লুত ডা. জুবাইদা রহমান

১৯

মেয়াদোত্তীর্ণ সরিষার তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

২০
X