কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্রম সংস্কার কমিশনের সঙ্গে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রম সংস্কার কমিশনের সঙ্গে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সৌজন্য ছবি
শ্রম সংস্কার কমিশনের সঙ্গে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সৌজন্য ছবি

শ্রম সংস্কার কমিশনের সঙ্গে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ৩টায় বিজয় নগরের শ্রমভবনের সম্প্রীতি সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাকিল আখতার চৌধুরী, জাকির হোসেন, রাজেকুজ্জামান রতন, আনোয়ার হোসেন, তাসলিমা আখতার আরিফুল ইসলামসহ অন্যান্যরা।

লিখিত বক্তব্যে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের পেশ করেন আবুল হোসেন বলেন, হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীরা সেবা দিতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হন। স্বাধীনতার ৫৪ বছরেও হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীদের মৌলিক মানবাধিকার ও কল্যাণ নিশ্চিতকল্পে কোনো আইন কিংবা কোনো নীতিমালা প্রণীত হয়নি। হকাররা স্বাধীন দেশের নাগরিক হলেও অধিকার ও মর্যাদাহীন তার কারণে নিজ দেশে পরাধীন।

হকার ও পথবিক্রেতা সুষ্ঠু ব্যবস্থাপনার বিভিন্ন সুপারিশের মধ্যে অন্যতম- সুপারিশ জরিপ পরিচালনা, নিবন্ধন ও পেশার স্বীকৃতি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হকার বোর্ড গঠন করে হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। নগর পরিকল্পনা হকারির জন্য নগরের বিশেষ স্থান নির্ধারণ, অবৈধ চাঁদাবাজি, হয়রানি-নির্যাতন বন্ধ, হকারদের আইনের আওতাভুক্ত করা প্রভৃতি উল্লেখযোগ্য।

রাজেকুজ্জামান রতন বলেন, বাংলাদেশের যত পেশা আছে, আমরা সব পেশার নাম আমরা আমাদের রিপোর্টে রাখতে চাই। যাতে মানুষ বলতে পারে, শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে তাদের কথা কমিশন উল্লেখ করেছে। সরকার যাদের চাকরির ব্যবস্থা সরকার করতে পারেনি, যারা নিজের চেষ্টায় কর্মসংস্থান করেছে, সরককারকে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিচ্ছে, কেন তাদের কোনো পরিচয় পত্র থাকবে না- এই নিয়ে অবশ্যই কমিশন সুপারিশ করবে। আমরা সুপারিশের শুরুতে একইসঙ্গে প্রস্তাবনা দেব, কেন এই পেশা প্রয়োজন এবং কেন সকলের আইনি সুরক্ষার প্রয়োজন।

তিনি আরও বলেন, কোনো পেশাই অসম্মানের না। রাষ্ট্র কাজ দিতে না পারলেও আমি নিজেই নিজের জীবিকা খুজে নিয়েছি, এটা আরও মর্যাদার। কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলে ধন্যবাদ জানিয়ে বলেন, সমস্যা সম্পর্কে আমরা অবগত। তবে এই সমস্যা নিরসনে কী কী করা যেতে পারে এই জন্যই আজ আপনাদের সঙ্গে বসা। আমরা কাজ করি এই কাজের স্বীকৃতি চাই, সকল শ্রমিকের এটা অধিকার। আমাদেরও কষ্ট গুলোকে একত্র করা দরকার। মূল লক্ষ্য হচ্ছে- কষ্টগুলোকে একত্র করে লিপিবদ্ধ করে সুপারিশ আকারে দেওয়া এবং তা যাতে কার্যকর হয় তার জন্য একসঙ্গে কাজ করা। আমাদের সন্তানরা যাতে অহংকারের সঙ্গে বলতে পারে আমার বাবা হকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার বসতঘরে দুর্বৃত্তদের গুলি

কোহলির উগ্র আচরণে ভারত চাপে পড়েছে, মন্তব্য গাভাস্কারের

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাই মৃদুল কারাগারে

ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছেন

৩ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জাঁকিয়ে নামবে শীত

চীনে ভূমিকম্পে মৃত্যু শত ছুঁই ছুঁই, একের পর এক মিলছে মরদেহ

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

আশাশুনি থানায় নবাগত ওসি নোমানের যোগদান

জনআকাঙ্ক্ষা পূরণে সব দল এক কাতারে থাকতে চাই : আলাল

দায়িত্বশীল ইমাম-খতিবদের নিয়ে জামায়াতের সম্মেলন

১০

হঠাৎ নেকড়ে মারতে জেঁকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন

১১

‘ছোট একটা ছেলে, ওকে কীভাবে গুলি করতে পারল?’

১২

তাহসানের সঙ্গে সিঁথির ‘একা ঘর আমার’ চমক

১৩

‘গরিবের অধিকার সুরক্ষিত না হওয়ায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে’

১৪

ওলমো ইস্যুতে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে অসম লড়াইয়ে বার্সেলোনা

১৫

আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে: এরদোগান

১৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই কমিটি গঠন

১৭

হত্যা মামলায় খালাস পেলেন ছাত্রদল নেতা জাকির খান

১৮

হানিমুনে গেলেন তাহসান-রোজা 

১৯

মাদারীপুরে ট্রিপল মার্ডার, হাত-পা বিচ্ছিন্নের কাজে ব্যবহৃত দা উদ্ধার

২০
X