কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

একদিনেই দুদকের ৫ অভিযান

দুদকের অভিযান। ছবি : কালবেলা
দুদকের অভিযান। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে ৯টি অভিযোগের বিষয়ে ৫টি অভিযান ও ৪টি দপ্তরে পত্র প্রেরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

অভিযান ০১ : বিআরটিএ, পাবনার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও অন্যান্য সেবা প্রদানে ঘুষ দাবি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে ৬ দালালকে আটক করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে দুদক টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়।

অভিযান ০২ : উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে টঙ্গীতে সরকারি অডিটরিয়াম ভেঙে প্রায় দুই কোটি টাকার লোহা গোপনে বিক্রি করে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। ঘটনাস্থলে গিয়ে এনফোর্সমেন্ট টিম দেখতে পায়, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর সংলগ্ন পৌর অডিটরিয়ামটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং মালামাল অপসারণ করা হয়েছে। কিন্তু অডিটরিয়ামটির মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও টঙ্গী সরকারি কলেজ কর্তৃপক্ষ কোনো নিয়মনীতি না মেনে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই অডিটরিয়াম ভেঙে প্রায় কোটি টাকার রডসহ অন্যান্য মালামাল বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও কেন মালামাল বিক্রি করা হয়েছে এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।

অভিযান ০৩ : কুষ্টিয়ায় (ওপেন মার্কেট সেল) ওএমএসের আটা বিক্রয়ে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জেলা খাদ্য অফিস, কুষ্টিয়া থেকে ওএমএস -এর আটা বিক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র যাচাই-বাছাই ও সংগ্রহ করা হয়। জেলা খাদ্য কর্মকর্তা দুদক টিমকে জানান যে, সরকারি নীতিমালার আলোকে নির্ধারিত মিলগুলোর মাধ্যমে সরকারি বরাদ্দকৃত গম ভেঙে আটা তৈরি করে তা ডিলারের মাধ্যমে কুষ্টিয়া শহরে বিক্রয় করা হয়। সরেজমিনে পরিদর্শনে বিএসটিআইর একটি বিশেষজ্ঞ টিমের উপস্থিতিতে বিক্রয়ের জন্য সংরক্ষিত আটার নমুনা সংগ্রহ করা হয়। টিম কর্তৃক পরবর্তীতে জেলা খাদ্য অফিস নির্ধারিত আটার মিলে চলমান আটা তৈরির প্রক্রিয়া পরীক্ষা করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও আটার নমুনা সংক্রান্তে বিএসটিআই কর্তৃক বিশেষজ্ঞ প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০৪ : রাঙামাটির লংগদু উপজেলায় মাইনী নদী খননের বালি দিয়ে কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, রাঙামাটি থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে পর্যালোচনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানকালে প্রথমে টিম লংগদুর মাইনীমুখ বাজারের পাশে কাপ্তাই লেকের ভরাটকৃত অংশ সরেজমিনে পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে। টিম জানতে পারে, উল্লিখিত জায়গাটুকু ভরাট করার ফলে জনগণের ব্যাপক ভোগান্তি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অভিযানকালে আরও জানা যায়, ওই জমি ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা এবং উচ্চ আদালতে রিট মামলা চলমান আছে। অভিযানকালে প্রাপ্ত সব তথ্য যাচাইপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০৫ : মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক-নার্সদের বিরুদ্ধে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে অবহেলা এবং হাসপাতাল থেকে ঔষধ প্রদান না করে বাহির থেকে ঔষধ ক্রয় করতে বাধ্য করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম ছদ্মবেশে যাচাই করে হাসপাতালের বাহিরের ফার্মেসি থেকে ঔষধ ক্রয়ের তথ্যের প্রাথমিক সত্যতা পায়। এছাড়াও টিম হাসপাতালের রোগীদের খাবার সরবরাহে অনিয়ম এবং প্রতিদিনের খাবারে পথ্য স্কেলের কম পরিমাণ খাবার সরবরাহের প্রমাণ পায়। টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কবির গেজেট প্রকাশ

নিলয়ের ‘টাইসন’র অভিনয় দেখে মুগ্ধ দর্শক

ওয়ালটন হেডকোয়াটার্সে নতুন মডেলের ডুয়াল ব্যান্ড রাউটার উদ্বোধন

তাসকিনের রেকর্ডের পর বড় জয় পেল রাজশাহী

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে কানাডীয় দৃষ্টিভঙ্গি একীভূতকরণ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

৬৫ পণ্যে ভ্যাট বাড়ানো হচ্ছে

বরিশালে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ

৪৩তম বিসিএস / পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন ২৬৭ প্রার্থী

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, নিহত বেড়ে ১৫

১০

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জড়োসড়ো সিরাজগঞ্জ

১১

ফার্মাশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১২

ঢাবি সিন্ডিকেট সভায় আমন্ত্রণ পেলেন ৩ আওয়ামীপন্থি

১৩

জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির

১৪

পিএসসিতে নতুন ৬ সদস্য নিয়োগ

১৫

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদের বিরুদ্ধে দুদকে মামলা

১৬

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

১৭

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অঞ্জনা

১৮

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে

১৯

ইতিহাস গড়লেন তাসকিন

২০
X