বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এসএন তরুণ দে।
সোমবার (৩০ ডিসেম্বর) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক তপন কুমার বসু মিন্টু স্বাক্ষরিত এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় কল্যাণ ফ্রন্টের শীর্ষ নেতারা প্রয়াত ঝর্ণা রায়ের আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঝর্ণা রায় রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ওঁ দিব্যান লোকান্ স গচ্ছতু)। তার বয়স হয়েছিল ৭০ বছর। স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়।
মন্তব্য করুন