বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
ঐক্য পরিষদের বিবৃতিতে চিন্ময় ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহী মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ উল্লেখ করে তা থেকে তাদের সবাইকে অব্যাহতি দানের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
গত ২৫ নভেম্বর চট্টগ্রামে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন