কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সিদ্ধান্তে স্বাস্থ্যসেবায় ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করেছেন। ছবি : সংগৃহীত
শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করেছেন। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করে ৩০ হাজার টাকা ভাতা রেখেই স্বাস্থ্যসেবায় ফিরছেন। তবে আগামী জুলাই মাস থেকে এ ভাতা বৃদ্ধি করে ৩৫ হাজার টাকা করা হবে বলে জানা গেছে। আর এ সিদ্ধান্ত মেনেই চিকিৎসাসেবায় ফিরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের একটি বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকালে ইন্টার্ন চিকিৎসকরা শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনরত চিকিৎসকরা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি। নেতৃস্থানীয় প্রত্যেক জায়গায় আমরা গিয়েছি, সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। ডাক্তারদের অবদান অস্বীকার করতে পারবেন না, চিকিৎসকরা হাসপাতালে দিনরাত সেবা দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ হব, শক্তি সঞ্চার করব। কীভাবে তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেবেন সেটা নিয়ে ভাবেন। আমরা কারো দালাল নই।’

তার আগে গত ২২ ডিসেম্বর ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার।

সেসময় ভাতা বাড়াতে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। দাবি না মানলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় ২২ ডিসেম্বর ট্রেইনি চিকিৎসকেরা আন্দোলন শুরু করেন। তাদেরই একটি অংশ শাহবাগ অবরোধ করে। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার করার ঘোষণা দেয়। ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলে দেওয়া হয়েছে এস আলমের বন্ধ ৯ কারখানা

২০১০ সালের আবু বকর হত্যা মামলায় আপিল করবে ঢাবি

যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক

২০২৫ হবে জুলাই গণহত্যার বিচারের বছর : চিফ প্রসিকিউটর

ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : মঈন খান

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক

বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

চলতি মাসে জুমা হবে ৫টি

৪ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

১০

পরিমার্জন বই আজ থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে : এনসিটিবি

১১

বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা 

১২

থার্টি ফার্স্ট উদ্‌যাপনের সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৩

২০২৫ সালে বাংলাদেশের ফুটবল : ব্যস্ত সূচিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৪

বাংলাদেশে কেন অনেক মানুষের জন্ম ১ জানুয়ারি

১৫

টিস্যু দিয়ে টয়লেট সিট না মোছার পরামর্শ দিচ্ছে জাপানি কোম্পানি, কেন?

১৬

লালমনিরহাটে বাড়ছে শীতের তীব্রতা

১৭

২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেট : ব্যস্ত বছর, বড় চ্যালেঞ্জ

১৮

ক্ষোভে বলিউড ছাড়ার ঘোষণা অনুরাগ কাশ্যপের

১৯

জৈন্তাপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে কলম বিরতি

২০
X