কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দূতাবাসগুলোতে যাদের আচরণ খারাপ তাদের বিরুদ্ধে অভিযোগ দিন : আসিফ নজরুল

আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠান। ছবি : কালবেলা
আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠান। ছবি : কালবেলা

পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ আসে। দূতাবাসগুলোর যেসব কর্মকর্তার আচরণ খারাপ তাদের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দিতে বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে প্রবাসী ভবনে জুলাই-আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, আমি দুবাইতে গিয়েছিলাম, সেখানে প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছে কোনো কোনো দূতাবাস কর্মকর্তার আচরণ শত্রুভাবাপন্ন। যারা খরাপ আচরণ করেছে আপনারা (প্রবাসীরা) বিছিন্নভাবে কথা না বলে নির্দিষ্ট করে অভিযোগ দেন। আপনারা অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যায় না।

তিনি বলেন, আপনারা কাগজে লিখে অভিযোগ দেন। আমরা ফরেনমিনিস্ট্রিতে দেব। আমি মনে করি, আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদের সাহায্য ও সেবার দেওয়ার পরিবর্তে শত্রুতামূলক আচরণ করে থাকে তাহলে শুধু চাকরি ক্ষেত্রে নয়, এভাবেও তার বিচার হওয়া উচিত।

প্রবাসীরা আমাদের ভিআইপি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমানোর চেষ্টা করছি। এই সরকার সব সময় মনে করে, প্রবাসীরা আমাদের সম্পদ, তারা আমাদের ভিআইপি। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আরও কিছু কাজ আছে সেগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে। আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে চান। সহজে শর্তে যেন ঋণ পান এ বিষয়টি আমরা দেখব। এ ছাড়া বোয়েসেলের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ ছাড়া অন্য কোনো স্থানে সুযোগ থাকলে সেখানেও কাজের ব্যবস্থা করা হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রবাসীরা নানা অনিয়মের কথা তুলে ধরেন এবং তৎকালীন কূটনৈতিক প্রতিনিধি বিএম জামালের বিরুদ্ধে অভিযোগ করেন এবং তাকে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় পদায়ন করায় অনুষ্ঠান স্থানে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রবাসীদের মধ্যে বেশ কয়েকজনের নাম বাদ পড়ায় উত্তেজনা তৈরি হয়। এ পর্যায়ে আসিফ নজরুল সবাইকে শান্ত থাকার কথা বলে জনান যে, উপস্থিত প্রবাসীদের মধ্যে থেকে ৭ জনের এক প্রতিনিধি দলের সঙ্গে রোববার বিকাল ৩টায় মন্ত্রণালয়ে প্রবাসীকল্যাণ উপদেষ্টা আলোচনায় বসবেন বলে আশ্বাস দেন।

পরে চেক হস্তান্তর অনুষ্ঠানে ১৮৮ জনের মধ্যে ১৭৬ জনকে ৫০ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হয়। বাকি ১০ জনকে তালিকা অনুযায়ী তাদের নিকট চেক পাঠানো হবে বলে জানিয়েছেন। তবে এর বাইরে যারা তালিকায় নাম তুলতে পারেননি তাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ বিষয়ে চেকপ্রাপ্ত প্রবাসী আল আমিন কালবেলাকে বলেন, বর্তমানে আরও ৩০০ লোক এখনো আবুধাবিসহ বিভিন্ন দেশের কারাগারে বন্দি রয়েছেন। এদের মুক্তির জন্য পদক্ষেপ নেওয়া দরকার। এ ছাড়া অনুদান দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা চাই সরকার আমাদের ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসংস্থান করার ব্যবস্থা করলে একদিকে যেমন আমাদের পরিবার ভালো থাকবে, অন্যদিকে দেশের অর্থনীতি মজবুত হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদোগে আয়োজিত আবুধাবি ফেরত প্রবাসীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। এ ছাড়া উপস্থিত ছিলেন- আইওএম প্রতিনিধি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও বিএমইটির মহাপরিচালক আবু সালেহ মোজাফফর, সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ প্রবাসী বাংলাদেশি কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৮৫

সকালে এই জুস খেলে শরীরে ম্যাজিকের মতো পরিবর্তন আসবে

বায়ুদূষণে শীর্ষে উলানবাটার, ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬২

টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার

যশোরে অপহরণের পর আ.লীগ নেতাকে হত্যা

আ.লীগের মত কর্মকাণ্ড করলে পালানোর সময় পাবেন না : মনিরুল হক চৌধুরী

সুস্থ থাকতে নতুন বছরে মেনে চলতে পারেন এই ১০ অভ্যাস

নদীর মাটি বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ২৯

১০

জবির প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ছাত্রদলের পদবঞ্চিতদের

১১

সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন, সম্পাদক নাসির

১২

২৯ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

২৯ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

ক্লাসে ফিরতে চেয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের স্ট্যাটাস

১৬

সিরাজগঞ্জে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

১৭

‘পতিত’ ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : টিপু

১৮

কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ দিয়ে পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ

১৯

টানা ৭ম বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু

২০
X