কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের সাদ গ্রুপের অনুসারীদের রাত যাপনসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকার। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) তাবলিগ জামায়াতের মাওলানা জোবায়েরের অনুসারীদের কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এর মধ্যে উপসচিব ইসরাত জাহানের সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইসরাত জাহানের সই করা আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারি (রাত্রিযাপন) সহ তাবলীগ জামায়াতের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্তব্য করুন