খ্রিস্ট ধর্মাবলম্বী সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে শুভ বড়দিন উপলক্ষে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তারা।
ঐক্য পরিষদের নেতারা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষায় সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং স্ব স্ব ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালনের সমান সুযোগ প্রদান করবে।
তারা সরকারের কাছে খ্রিস্টান ধর্মের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে একদিনের সরকারি ছুটির দাবি জানান।
মন্তব্য করুন