কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ
উন্নয়ন সমন্বয়ের সেমিনারে বক্তাদের অভিমত

সিগারেটে করারোপের ক্ষেত্রে জনস্বাস্থ্য সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে

‘২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ’ শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা
‘২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ’ শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা

বাংলাদেশে মোট মৃত্যুর এক-পঞ্চমাংশের বেশির জন্য দায়ী তামাক ব্যবহার। সিগারেটসহ অন্যান্য মারাত্মক ক্ষতিকারক তামাক পণ্য বিক্রি থেকে সরকার যে রাজস্ব পেয়ে থাকে তার তুলনায় তামাক ব্যবহারজনিত স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি অনেকখানি বেশি। তাই সিগারেটে করারোপ বিষয়ক নীতি-ভাবনায় রাজস্ব আহরণ নয় বরং জনস্বাস্থ্যই প্রধান বিবেচ্য।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় সামরিক জাদুঘরের সেমিনার হলে আয়োজিত ‘২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ’ শীর্ষক সেমিনারে এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাত্তার মণ্ডল তামাক শিল্প মোট হিসেবে দেশের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে অভিমত দেন এবং নীতি-নির্ধারকদের সিগারেটে কার্যকর করের ক্ষেত্রে আপোষহীনভাবে অগ্রসর হতে আহ্বান জানান।

উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী প্রেক্ষাপটপত্র উপস্থাপনের সময় আসন্ন বাজেটে গড় মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এনবিআর প্রতিনিধি মামুন সাদাত সিগারেট ব্যবহারের মাত্রা কমাতে সিগারেটের বিদ্যমান কর-কাঠামো সংস্কারের আহ্বান জানান এবং মো. মশিউর রহমান বাজেট চূড়ান্ত হওয়ার যথেষ্ট আগে সিগারেটে কার্যকর করারোপের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরার জন্য তামাকবিরোধী নাগরিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

সিগারেটে যথাযথ করারোপ না করায় সরকার বছরে ৬,৬০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, সিগারেটে কার্যকর করারোপের মাধ্যমে সরকার জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তার রাজস্ব আয়ও উল্লেখযোগ্য মাত্রায় বাড়াতে পারে।

সভাপতির বক্তব্যে ড. জুলফিকার স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তামাকবিরোধী নাগরিক সংগঠনগুলোর প্রস্তাবনাগুলো বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্ট অংশীজনদের।

উন্নয়ন সমন্বয়ের হেড অব প্রোগ্রাম শাহীন উল আলম সেমিনারটি সঞ্চালনা করেন।

বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে এ আলোচনায় আসন্ন অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে মতবিনিময় করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি, অর্থনীতিবিদ, তামাকবিরোধী গবেষক, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।

বিআইডিএসের গবেষণা পরিচালক ড. এসএম জুলফিকার আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উন্নয়ন সমন্বয়ের বিআইডিএসের প্রফেসরিয়াল ফেলো ও কৃষি অর্থনীতিবিদ ইমেরিটাস অধ্যাপক ড. এমএ সাত্তার মণ্ডল। এনবিআরের পক্ষ থেকে আলোচক হিসেবে অংশ নেন- সদ্য সাবেক সদস্য ড. মো. সহিদুল ইসলাম, ট্যাক্স পলিসির প্রথম সচিব মির্জা মো. মামুন সাদাত এবং ভ্যাট পলিসির প্রথম সচিব মো. মশিউর রহমান।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ এবং গবেষণা সংস্থা র‌্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক এবং সিটিএফকের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে ২০২৪’ উদযাপিত

ভারতের মহারাষ্ট্রে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জামায়াতের নিন্দা; জড়িতদের বহিষ্কার ও গ্রেপ্তার দাবি

সরকারের টাইমফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না : আমীর খসরু

ময়মনসিংহে সরকারি খামারে মিলল অস্ত্র ও মাদক

চাপে রয়েছেন নেতানিয়াহু

কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন, প্রশ্ন ফরহাদ মজহারের

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

শেখ হাসিনার সমর্থক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ৫ দাবি ঢাবি সাদা দলের

১০

মালয়েশিয়া দূতাবাসের খোরশেদের প্রত্যাহারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

১১

উচ্চ আদালতের বিচারক নিয়োগ / জেলা আদালত থেকে ৭০ শতাংশ চান বিচারকরা

১২

নতুন সিরিয়ার পাশে থাকবে তুরস্ক

১৩

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ২০ ফেব্রুয়ারি

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্টনারশিপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২

১৬

আফগানিস্তানে কূটনৈতিক কার্যক্রম চালু করল সৌদি

১৭

বিএনপির ৩১ দফার মধ্যে রাষ্ট্র সংস্কার রয়েছে : পারভেজ মল্লিক

১৮

চাঁদপুরে ৭ খুন সম্পর্কে সবশেষ যা জানা গেল

১৯

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

২০
X