সাংবাদিকদের দুঃখ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জীবনেও বুঝবেন না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, ‘আমি বিভিন্ন জায়গায় বলেছি, কামাল ভাইকে এই কমিটির প্রধান করাই ঠিক হয়নি। সাংবাদিকদের দুঃখ তিনি জীবনেও বুঝবেন না।’
রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কামাল আহমেদকে উদ্দেশ্য করে সাংবাদিক মাসুদ কামাল বলেন, ‘আপনি বুঝবেন না। সারা দেশের সাংবাদিকদের কথা ধরলে ৮০ ভাগ সাংবাদিক ১০ হাজারের নিচে বেতন পায়। চিন্তা করতে পারেন। যেটা হয়তো আপনার একদিনের লাঞ্চের খরচ। ভাবতে পারবেন। এমন অনেক জেলা সাংবাদিক আছে, যাদের বেতন দেওয়া হয় না উল্টো তার থেকে টাকা নেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো তিন দিনের অভুক্ত ব্যক্তিকে খাদ্য পাহারা দেওয়ার কাজ। আমাদের এখানের সাংবাদিকেরা সেই কাজটা করে। তারা নিজেরা খেতে পারে না। অন্যের খাবারের অধিকার নিয়ে তাদের কাজ করতে হয় এবং সেটা হাসিমুখে করতে বলা হয়।’
তিনি বলেন, আপনি এমন আইন করতে পারবেন, যে গণমাধ্যমে সাংবাদিকের দুই মাসের বেতন বন্ধ থাকবে, সেটা বন্ধ করে দেওয়া হবে।
সংলাপে আরও বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) চেয়ার মুনিরা খান, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহবুব মোর্শেদ প্রমুখ।
মন্তব্য করুন