তিন দশক পূর্তিতে পুনর্মিলনী উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন যশোর ৯৫ ব্যাচ (এসএসসি)।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে উৎসবকে ঘিরে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাহিদুর রহমান, এসএসসি ৯৫ ব্যাচের যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু। যশোর ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আরিফ হাসান মামুন ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসান আজাদ।
মন্তব্য করুন