অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় তারা বলেন, হাসান আরিফের মৃত্যুতে দেশ ও জাতি একজন যোগ্য, মেধাবী ও হিতৈষী ব্যক্তিকে হারাল।
ঐক্য পরিষদের নেতারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এর আগে, এএফ হাসান আরিফ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মন্তব্য করুন