পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্মজীবী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কামাল হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ রাকিব।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আইএমইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
মো. মশিউর রহমান খান মিথুনের সভাপতিত্বে সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি শুভকামনা জানানোর পাশাপাশি সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সভাপতি মুহাম্মদ কামাল হোসেন তালুকদার আইএমইডির পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ রাকিব ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আইএমইডিতে কর্মরত।
মন্তব্য করুন