কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পার্ক দখলমুক্তের দাবিতে ডিএনসিসির সামনে পরিবেশবাদীদের অবস্থান

পার্ক দখলমুক্তের দাবিতে ডিএনসিসির সামনে পরিবেশবাদীদের অবস্থান। ছবি : কালবেলা
পার্ক দখলমুক্তের দাবিতে ডিএনসিসির সামনে পরিবেশবাদীদের অবস্থান। ছবি : কালবেলা

শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কসহ সব মাঠ, পার্ক-ক্লাবের জায়গা দখলমুক্ত করার দাবিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে গুলশান-২ এর ডিএনসিসি নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনগুলো।

এই কর্মসূচির আয়োজন করে- পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), এইড ফাউন্ডেশন, আর্থ ফাউন্ডেশন, বারসিক, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, বিসিজিডি, ক্যাপস, সিএলপিএ, সিটিজেন নেটওয়ার্ক, ছায়াতল বাংলাদেশ, ভাস্, ডিডিপি, গ্রিন ফোর্স, কেএইচআরডিএস, মাস্তুল ফাউন্ডেশন, নাসফ, নাটাব, এনডিএফ, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি, পরিবেশ বীক্ষণ, তেঁতুলতলা মাঠ বাঁচাও আন্দোলন এবং ডব্লিউবিবি ট্রাস্ট।

কর্মসূচি থেকে বক্তারা বলেন, শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি মাঠ ও পার্ক গুলশান ইয়ুথ ক্লাবের দখল থেকে মুক্ত ও রক্ষা করা হোক। শহীদ তাজউদ্দীন আহমেদের নামে গুলশানে ১০৯ নম্বর রোডের মাঠ ও পার্কের নামকরণ করে সরকার। এ মাঠ ও পার্কটি সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। বর্তমানে গুলশান ইয়ুথ ক্লাবের নামে কতিপয় ব্যক্তি মাঠ ও পার্কটি দখল করে রেখেছে। তারা ডিটেইল এরিয়া প্ল্যান, মাঠ, পার্ক জলাধার আইন, পরিবেশ আইন লঙ্ঘন করে অবকাঠামো তৈরি করছে। মাঠে ও পার্কে উন্মুক্ত জায়গা নেট দিয়ে ঘেরাও করেছে। শিশু ও সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হয় না। মাঠটি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিচ্ছে, ফলে সাধারণ মানুষ খেলাধুলা করতে পারছে না।

তারা আরও বলেন, আমাদের দাবি মাঠ রক্ষা ও ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি করতে হবে। মাঠ সিটি করপোরেশনের অধীন পরিচালিত হতে হবে। এ মাঠ-ক্লাবকে ব্যবস্থাপনার জন্য দেওয়া যাবে না। মাঠ ও পার্কে স্থাপিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। মাঠে কোনো বাণিজ্যিক কার্যক্রম করতে দেওয়া যাবে না।

বক্তারা বলেন, ঢাকা মহানগরে বিদ্যমান সব পার্ক ও খেলার মাঠের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, অনতিবিলম্বে পার্ক ও খেলার মাঠে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ এবং বিদ্যমান পার্ক, খেলার মাঠে সর্বসাধারণের প্রবেশাধিকার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাই মাঠে শিশুসহ সাধারণ নাগরিকদের প্রবেশ করতে দিতে হবে। মাঠে অপারেটর নিয়োগের সব চুক্তি বাতিল করতে হবে। গুলশান ইয়ুথ ক্লাবটি এখান থেকে উচ্ছেদ করে মাঠের মূল ভবনের কক্ষগুলোতে লাইব্রেরি করতে হবে।

কর্মসূচিতে যোগ দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান ও পরিবেশবিদ অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, অনেক পার্ক দখল হয়ে আছে। ঢাকা শহরের মাঠগুলো বিভিন্ন ক্লাবের নামে দখল হয়ে যাচ্ছে কিন্তু সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কের অপারেট গুলশান ইয়ুথ ক্লাব মাস্টার প্ল্যান ভঙ্গ করে অবকাঠামো তৈরি করেছে। তারা নানাভাবে সাধারণ নাগরিকদের প্রবেশ বন্ধ করেছে, বাণিজ্যিকভাবে স্থানটি ব্যবহার করছে। এসব পার্ক সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইজতেমার ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন বিভ্রান্তিকর’

গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির বৃত্তি প্রদান

আমাদের দেশ আমরাই গড়ব : লায়ন ফারুক

যশোরে চার সাংবাদিকসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

বাসচাপায় সাবেক পুলিশ কর্মকর্তা নিহত 

২১ আগস্ট গ্রেনেড হামলা : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী পালন

জবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর   

নোবিপ্রবির রেজিস্ট্রার হলেন তামজিদ হোসাইন

সাংবাদিক নির্যাতনে ডিএমসিআরসির উদ্বেগ

১০

ভুয়া ক্যাপ্টেন পরিচয়ে দুই প্রতারক আটক

১১

সেমির সমীকরণ চূড়ান্ত / শান্তর ঝড়ে রাজশাহীর বড় জয়

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর বন্দোবস্তের জমির দখল পেলেন আয়েশা

১৩

বগুড়ায় ছাত্রদল নেতাকে আটক করে ঘুষ আদায়, এসআই ক্লোজড

১৪

সাংবাদিক তুরাব হত্যায় ৫ দিনের রিমান্ডে এএসপি দস্তগীর

১৫

কর ফাঁকি দিয়ে সম্পত্তি বেচা-কেনা নিষিদ্ধের প্রস্তাব পাকিস্তানে

১৬

পাক-ভারত ম্যাচে হাইব্রিড মডেল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সংকটের সমাধান

১৭

হাসপাতালে খাবার না পেয়ে রোগী ও স্বজনদের বিক্ষোভ

১৮

খাদ্য ব্যবস্থা পরিবর্তনে জাতীয় সংলাপ

১৯

বাংলাদেশের হয়ে খেলার সবুজ সংকেত পেলেন হামজা

২০
X