ইস্তেমায় তাবলিগ জামায়াতের পারস্পরিক দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সকল মুসল্লিকে ইসলামের শান্তিময় মানবিক আত্মিক ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব ও সুন্নি আন্দোলনের চেয়ারম্যান ইমাম হায়াত।
বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার কতৃক গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ স্বার্থের সশস্ত্র সংঘাত ও পারস্পরিক খুন সন্ত্রাস প্রমাণ করে দিল্লি কেন্দ্রিক এই দল ইসলামের কোনো দল হতে পারে না।
তিনি বলেন, তাবলিগ জামায়াতকে যারা ইসলামের সওয়াবপূর্ণ কাজ মনে করে শরিক হচ্ছেন তারা ইসলামের আসল ধারা সম্পর্কে অজ্ঞতার পরিচয় দিচ্ছেন। তারা নিজেদের ও ইসলামের মারাত্মক ক্ষতি করছেন। কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা একজন মানুষকে হত্যা ও সমগ্র মানবজাতিকে হত্যা বলে চরম অপরাধ হিসেবে সতর্ক করেছেন এবং হাদিস শরীফে খুনিকে মুসলিম নয় বলে ঘোষিত হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামে সংঘাত নেই। যারা ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা মূলত ভণ্ডামি করছে।
মন্তব্য করুন