কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা খেলাফত মজলিসের

ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা খেলাফত মজলিসের
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে অবস্থানরত মুসল্লিদের ওপর হামলা ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, টঙ্গী ইজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লিদের ওপর গভীর রাতে প্রতিপক্ষের হামলায় তাবলিগ জামায়াতের ৩ জন সদস্য নিহত ও বহু হতাহতের ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে খেলাফত মজলিস।

বিবৃতিতে তারা বলেন, শুরু থেকেই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলিগ জামায়াত বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত ও তালিমের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। অসংখ্য অমুসলিমের ইসলাম গ্রহণ এবং সাধারণ মুসলমানের ইসলামের প্রতি অনুরাগী হওয়ার ক্ষেত্রে এই জামায়াতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা আরও বলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই দাওয়াতি সংগঠনের মধ্যে দ্বন্দ্বের কারণে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল গভীর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে হামলায় ৩ জনের মৃত্যু ঘটে এবং আহত হয়েছেন আরও অনেকে। ভারতের দিল্লি মার্কাজের আমির মাওলানা সাদের বাংলাদেশি প্রায় ৪০ হাজার অনুসারী গতকাল রাতে টঙ্গীর ইজতেমা মার্কাজ দখল করতে গিয়ে এই ঘটনার সূত্রপাত বলে নির্ভরযোগ্য মিডিয়া থেকে জানা যায়। এতে বাংলাদেশের ওলামায়ে কেরামের শুরায়ি তত্ত্বাবধানে পরিচালিত মার্কাজের সাথীরা হতাহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাঠে উপস্থিত মুসল্লিদের নিরাপত্তা দিতে প্রশাসনিক ব্যর্থতার নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনার সাথে পতিত স্বৈরাচারের কোনো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখতে হবে এবং ঘটনার ইন্ধনদাতাদেরকেও আইনের আওতায় আনতে হবে। বিবাদমান দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব-সংঘাত মুসলমানদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। এতে দেশ ও ইসলাম বিরোধীদের শক্তি বৃদ্ধি ছাড়া আপাতত কোনো লাভ নেই। সাধারণ মুসলমানের কাছে সামাজিক ও দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে দাওয়াতে তাবলিগের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘর্ষ নিরসনে আত্মোপলব্ধি জাগ্রত হোক। এজন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ রেমিট্যান্স এক্সপোর হেলথকেয়ার পার্টনার ইউনিভার্সেল মেডিকেল

‘জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীনতা লাভ করেছে’

তাবলিগের পারস্পরিক দ্বন্দ্বের নৃশংস ঘটনায় নিন্দা ইনসানিয়াতের

রূপায়ণ প্রপার্টি এক্সপো’র উদ্বোধন 

ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী : অর্থ উপদেষ্টা

সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে : নৌ উপদেষ্টা

৪ দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে শিশু বিশেষজ্ঞদের অবস্থান কর্মসূচি

আ.লীগ ও শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচনে যাবে না নাগরিক কমিটি

খাস জায়গা দখল করে আ.লীগ নেতার ভবন নির্মাণ

অনুমতি ছাড়াই বাংলাদেশে ভারতীয় চিকিৎসকরা কাজ করছে : ডা. রফিক

১০

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১১

২০তম বিসিএস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

১২

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪

১৩

সীমান্ত থেকে দুই যুবকের লাশ উদ্ধার, শরীরে ক্ষতচিহ্ন

১৪

বাকৃবিতে শিক্ষককে মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

১৫

গুমের সঙ্গে জড়িত ছিল যেসব সংস্থা

১৬

‘জলবায়ু বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’ 

১৭

ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত চার : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

ভিক্ষা দিলেই যেতে হবে জেলে

১৯

রাজশাহীতে অটোরিকশা চালকদের বিক্ষোভ, বাস চলাচল বন্ধ

২০
X