নেটওয়ার্ক স্থানান্তরের জন্য সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি বা আইবাস সিস্টেম আগামী ১৯ ডিসেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে।
রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ তথ্যটি জানান।
তিনি বলেন, এসবিআরের নেটওয়ার্ক সরবরাহের জন্য নিযুক্ত ভেন্ডর প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেড পূর্ববর্তী সরবরাহকারী এক্সসেজ টেলিকম (বিডি) লিমিটেডের কাছ থেকে নেটওয়ার্ক বুঝে নেওয়া, সচল ও সম্পূর্ণ অনলাইন করার জন্য ৯৬ ঘণ্টা সময় দরকার হবে বলে উভয় প্রতিষ্ঠান জানিয়েছে।
বিষয়টি আইবাস সিস্টেম সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজন অবহিত থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, এজন্য আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা আইবাস সিস্টেমের সব কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও জানান, এ অবস্থায় উল্লিখিত সময়ের আগেই অথবা পরে আইবাস সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কার্যক্রম সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন