সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর। সব সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।
তিনি জানান, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে গঠিত কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসবেন। দুই থেকে তিনটি বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। মূল্যস্ফীতির বাড়তি চাপ সামলাতে এ ব্যবস্থা নিল অন্তর্বর্তী সরকার।
এর আগে ১২ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে ৭ সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করা হয়। এ কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন।
মন্তব্য করুন