বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও মিশন। এ দাবিতে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছেন মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ।
রোববার (৮ ডিসেম্বর) চিঠিটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি। আশা করি, এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন।
মন্তব্য করুন