কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পুলিশের পাশে জনগণ এসে দাঁড়িয়েছে’

বক্তব্য রাখছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), ঢাকা মেট্রোপলিটন পুলিশ হাসান মো. শওকত আলী বলেছেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এবার পুলিশের পাশে জনগণ এসে দাঁড়িয়েছে- এটাই আমাদের প্রত্যাশা ছিল।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে পুলিশ, ছাত্র-জনতা ও গুলশান থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, পুলিশিংকে ফলপ্রসূ করতে হলে এবং সমাজ থেকে সমস্যা দূর করতে হলে শুধু পুলিশই নয়, পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, গুলশান এলাকার সম্মানিত নাগরিকরা রিকশাওয়ালাদের জন্য মেডিকেল সেবার ব্যবস্থা করেছেন এটি নিঃসন্দেহে মানবিক ও চমৎকার বিষয় এবং প্রশংসার ঊর্ধ্বে। এভাবে আমরা একে অপরের বিপদে এগিয়ে এলে গড়ে উঠবে সুন্দর সমাজ।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। এই ঘটনার পরে সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। পাশাপাশি পুলিশিং ব্যবস্থাপনা তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশিং ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন এসেছে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান এলাকার সম্মানিত নাগরিকদের জন্য সত্যিকার অর্থে নাগরিক সেবা দিতে চাই। আপনারা আমাদের সব সময় সহযোগিতা করে এসেছেন, এ সহযোগিতা আমরা অব্যাহতভাবে আপনাদের কাছে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও গুলশান থানা এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতা এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাচাকে বাবা বানিয়ে ‍মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডার কামাল হোসেন

সাংবাদিকদের কেউ হুমকি দিলে আমাদের জানাবেন : সারজিস

অফিসের পথে লটারি কিনে জিতলেন ৩৬ লাখ টাকা!

ক্ষমতার লোভে স্বৈরাচারী আচরণ করবেন না : গিয়াস উদ্দিন

অল্পের জন্য বেঁচে গেল আরেকটি মার্কিন যুদ্ধবিমান

পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প

সচিবালয়ে আগুন / উচ্চ পর্যায়ের কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক প্রতিবেদন

ডেঙ্গু টিকা ব্যবহারে সমস্যা কোথায়

শেখ হাসিনা ছিলেন ভারতের সেবাদাসী : জামায়াত আমির

ভয়ংকর মরণব্যাধিতে আক্রান্ত বাশার আল আসাদের স্ত্রী

১০

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ 

১১

‘ও বাবা, মোর বাপক আনি দেও’

১২

সীমান্তে বাংলাদেশিকে হত্যা করল ভারতীয় নাগরিক

১৩

উত্তরায় বিপুল পরিমাণ আতশবাজিসহ গ্রেপ্তার ২

১৪

সমন্বয়ক খালেদের ‘জিনের আছর’ আছে দাবি বাবার

১৫

‘সচিবালয়ে আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে’

১৬

সচিবালয়ে অগ্নিকাণ্ডের মূল হোতা ফ্যাসিবাদী আমলারা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৭

দেশের পরিস্থিতি নজরদারিতে রেখেছে সেনাবাহিনী

১৮

ইউএনওর বদলি ঠেকাতে চান এলাকাবাসী

১৯

১৩ হাজার বেতনে প্রেমিকাকে দিয়েছেন ফ্ল্যাট, চড়েন বিএমডব্লিউতে!

২০
X