কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার বৃহস্পতি গ্রহের চকচকে ছবি তুলে আলোচনায় ঢাকার জুবায়ের

জুবায়েরের তোলা বৃহস্পতি গ্রহের ছবি।
জুবায়েরের তোলা বৃহস্পতি গ্রহের ছবি।

সম্প্রতি ওরিয়ন নেবুলা বা কালপুরুষ নীহারিকার ছবি তুলে সাড়া ফেলেন জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ফটোগ্রাফার জুবায়ের কেওলিন। এবার বৃহস্পতি গ্রহের চকচকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বৃহস্পতি গ্রহের ছবি তোলার বিষয়টি জানান জুবায়ের। এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ ছবিটি নিজের বানানো টেলিস্কোপে ফ্রেমবন্দি করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে জুবায়ের কেওলিন লিখেছেন, এটি বৃহস্পতির আমার তোলা সবচেয়ে পরিষ্কার ছবি। ২ ডিসেম্বর রাতে আমি মোট ১৪ লাখেরও বেশি ফ্রেম তুলেছি। সেদিনের ‘সিইং’ পুরোপুরি ভালো ছিল না, তবে একটি ছোট সময়ের জন্য বায়ুমণ্ডল স্থিতিশীল থাকায় আমি এই ছবিটি তুলতে সক্ষম হয়েছি। গ্রহ পর্যবেক্ষণে শুধু মেঘমুক্ত রাত যথেষ্ট নয়; তাপমাত্রার পার্থক্যের কারণে সৃষ্ট বায়ুমণ্ডলীয় অস্থিরতা ছবির স্বচ্ছতার উপর বড় প্রভাব ফেলতে পারে। সাধারণত যখন আবহাওয়া সামান্য কুয়াশাচ্ছন্ন থাকে, তখন বায়ুমণ্ডল সবচেয়ে স্থিতিশীল থাকে। সিইং পরিস্থিতি পর্যালোচনার আরেকটি উপায় হলো- তারাদের দিকে নজর দেওয়া। যদি তারা অনেক বেশি ঝিলমিল করে, তাহলে সিইং খারাপ। আর যদি তারা কম ঝিলমিল করে এবং স্থির দেখায়, তাহলে সিইং ভালো।

এই ছবির জন্য আমি একটি ৮” স্মিট ক্যাসেগ্রেন টেলিস্কোপ (SCT), একটি ২x বার্লো লেন্স এবং একটি ছোট গ্রহ পর্যবেক্ষণ ক্যামেরা ব্যবহার করেছি। শুধু এই একটি ছবির জন্য আমি ২৩,০০০-এরও বেশি ফ্রেম তুলেছি, যার মধ্যে সেরা ২৫% ফ্রেম একত্রিত করেছি। এরকম আরও ৫৭টি ছবি তুলেছি, যা দিয়ে একটি টাইমল্যাপস ভিডিও তৈরি হয়েছে। আশা করি ছবিটি আপনাদের ভালো লাগবে। খুব শিগগিরই টাইমল্যাপস, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং সম্পূর্ণ প্রসেসিং টিউটোরিয়াল শেয়ার করব।

এর আগে ওরিয়ন নেবুলা বা কালপুরুষ নীহারিকার ছবি তুলে আলোড়ন ফেলেন জুবায়ের কেওলিন। ঢাকায় বাসার ছাদ থেকেই ছবিগুলো তোলেন। সম্প্রতি ছবিগুলো ফেসবুকে পোস্ট করার পর তা রাতারাতি ভাইরাল হয়। সেসব ছবিতে নীহারিকার উজ্জ্বল তারকারাজি, ধূলিমেঘ ও গ্যাসীয় ধূলিকণাসহ মহাকাশের আশ্চর্যজনক গঠন উঠে এসেছে।

জুবায়ের কেওলিন নিজেকে অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী ও বাংলাদেশের একজন জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ফটোগ্রাফার হিসেবে পরিচয় দেন। নীহারিকার ছবি তিনি যে টেলিস্কোপ ব্যবহার করে তুলেছেন, সেটি তার নিজেরই তৈরি। জুবায়ের ২০১৯ সাল থেকে মহাকাশের ছবি তুলে আসছেন। নীহারিকা ছাড়াও মহাবিশ্বের অন্যান্য উপাদানের প্রতিও তার আগ্রহ বেশ।

সম্প্রতি যে ছবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো তিনি একদিনে তুলেছেন এমন নয়। এর কিছু এ বছর; আর কিছু গত বছর তুলেছেন। নীহারিকা ছাড়াও ভাইরাল হয়েছে চাঁদের ছবিও। সেটিও তুলেছেন তার বানানো টেলিস্কোপ দিয়েই। এ ছাড়া আলোচিত ছবিগুলোর মধ্যে রয়েছে, জুপিটার বা বৃহস্পতির টাইম-ল্যাপস, যেখানে জুপিটার ঘুরছে। মঙ্গলগ্রহ ও শুক্রগ্রহের ফেজ পরিবর্তনের দৃশ্য এবং সূর্যের ছবি। সূর্যের ছবিটি তোলা হয় গত মে মাসে। তখন সূর্যে বিশাল চুম্বকীয় ঝড় হয়েছিল। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ডিসেম্বর : নামাজের সময়সূচি

১২ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ফেসবুক-ইনস্টাগ্রাম কি স্বাভাবিক হল?

‘তারুণ্যের শক্তিই দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দেবে’

তেঁতুলিয়া সীমান্তে নারীসহ আটক ৫ বাংলাদেশি

কাজ করছে না ফেসবুক-ইনস্টাগ্রাম

ভাসানী এক মহীরুহের অগ্নিক্ষরা সংগ্রামী জীবন : বাংলাদেশ ন্যাপ

ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

নির্বাচনের আগে দুটি বিষয়ের সমাধান চান জামায়াত আমির

১০

আসিফ নজরুলকে ‘র’ এজেন্ট বলায় আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

১১

আপনাদের স্বার্থ নিয়ে থাকেন, ভারতকে মো. শাহজাহান

১২

শিশুকে ‘ধর্ষণের পর হত্যা, ধর্ষককেও’ পিটিয়ে মারলেন এলাকাবাসী

১৩

বিশ্বমানের শিক্ষার সুযোগ দিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি

১৪

নওগাঁয় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

১৫

‘দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে তারেক রহমান কাজ করছেন’

১৬

দামেস্কের কাছে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী

১৭

এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৩

১৮

কলকাতায় হাহাকার, বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা

১৯

আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানের কাছে মিরাজ

২০
X