কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

একটি বুলেট ভেঙে দিল পুরো পরিবারের স্বপ্ন

মাহবুবুল হক রিয়াদ।
মাহবুবুল হক রিয়াদ।

জুলাই বিপ্লব, শুধু একটি-দুটি না অসংখ্য পরিবাবের স্বপ্ন ভেঙে গঠিত হয়েছে নতুন রাস্ট্র। এসবের মধ্যে একটি হলো রিয়াদের পরিবার। গত ৪ আগস্ট একটি বুলেট শুধু তার নয়, পুরো পরিবারের স্বপ্ন ভেঙেই চুরমার করে দিয়েছে। এখন তার ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় পরিবার।

দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় মাহবুবুল হক রিয়াদ। ছোট ভাই তানভীর হোসেন রিফাত ফেনী পলিটেকনিকের ইলেক্ট্রিকালে ৪র্থ সেমিস্টারে অধ্যয়নরত। সংবাদমাধ্যম বাসসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদেরগুলিতে গুরুতর আহত হন রিয়াদ(২৮)। যেই বয়সে পরিবারের হাল ধরার কথা সেইসময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যোগ দিয়ে এখন এক পা অকেজো হওয়ার পথে তার।

শহরের মহিপাল চৌধুরী বাড়ী সড়কের সুরুচী বেকারী সংলগ্ন আবদুল করিম ফরায়েজী বাড়ীর বাসিন্দা মোহাম্মদ আলীর (৬৮) ছেলে রিয়াদ। মা মাবিয়া খাতুন(৬০)। রিয়াদের পিতার একটি চায়ের দোকান আছে। তা দিয়েতিনি সংসার চালান। বাবার কাজে সহযোগিতা করতেন রিয়াদ। দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে এখন তিনি বাড়িতে রয়েছেন। সম্প্রতি বাড়িতে কথা হয় মাহবুবুল হক রিয়াদের সাথে।

তিনি জানান, গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন সহপাঠি ও বন্ধুসহ মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন।

জোহরের নামাজের আজান দেয়ার পর সড়ক বিভাগের মসজিদে জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হওয়ার সময় গুলির শব্দ শুনতে পেয়ে পাশ্ববর্তী সার্কিট হাউজ রোডের পাসপোর্ট অফিসের দিকে চলে যান তিনি। কিন্তু রেহাই মেলেনি। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোঁড়া গুলি তার তলপেটে বিদ্ধ হয়। ছিঁড়ে যায়নাড়িভুঁড়ি। পরেআশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

রিয়াদ আরো জানান, চট্টগ্রাম মেডিকেলে ২৯ দিন চিকিৎসা নেয়ার সময় অপারেশন হয়েছিল। এরপর সিএমএইচে চিকিৎসা দেয়া হয়। ডাক্তাররা জানিয়েছেন, তলপেটের ডানপাশে গুলি লেগেছে। এতে মেরুদণ্ডে আঘাত লাগে। যার ফলে ডান পা অবশ হওয়ার উপক্রম হয়েছিল। হাঁটু থেকে রান পর্যন্ত রগ টানটান হয়ে থাকে। এখনো পা ভাঁজ করে বসতে পারেন না। ডিসেম্বরের শেষের দিকে পুনরায় সিএমএইচে যেতে বলেছেন ডাক্তার।

চিকিৎসার জন্য জুলাই ফাউন্ডেশন থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন। জামায়াতে ইসলামী ছাড়াও অন্যান্য সংস্থা ও ব্যক্তির পক্ষ থেকেও সহায়তা পেয়েছেন।

রিয়াদ জানান, ফেনী সরকারি কলেজ থেকে ডিগ্রি পাশ করে ২০২১-২২ সেশনে ব্যবস্থাপনা বিভাগে মাষ্টার্সে ভর্তি হয়েছিলেন তিনি। বিভিন্ন স্থানে চাকুরি খুঁজে না পেয়ে বাড়ির পাশে বাবার দোকানে সহযোগি হন। বছর তিনেক আগে বিয়েও করেছেন। রাইসা আফরিন নামে আড়াই বছর বয়সী তার এক কন্যা সন্তান রয়েছে।

রিয়াদের বাবা মোহাম্মদ আলী জানান, রিয়াদ খুবই মেধাবী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে এখন তার এক পা অকেজো হওয়ার পথে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বোন তুলে গালি দিলেই জরিমানা করবে যে গ্রাম

‘ওবায়দুল কাদের মারা গেছে দাবিটি মিথ্যা’

মালদ্বীপে অগ্নিকাণ্ডে তিন মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ

বিয়ের ১২ বছর পূর্তিতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা

ময়মনসিংহে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

আরএসএফের প্রতিবেদন / সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের শহরে শত শত সেনাসহ জেনারেল আটক

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপকে ‘সর্বকালের সেরা’ বললেন রোনালদো

কনকনে শীতে কাবু কুড়িগ্রামের মানুষ

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার

১০

আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতা

১১

চিন্ময়ের আইনজীবীকে নিয়ম মেনে আসতে বললেন বিচারক

১২

গাজীপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

১৩

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

১৪

গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি

১৫

৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : র‍্যাব ডিজি

১৬

র‌্যাবের আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে সেভাবেই আছে : ডিজি শহিদুর

১৭

কয়রায় যৌথ অভিযানে পাইপগান উদ্ধার

১৮

পাটুরিয়া-আরিচা ঘাটের ফেরি চলাচল শুরু

১৯

সেন্টমার্টিনের সুরক্ষায় কাজ করবে প্রাণ আরএফএল ও ইউএনডিপি 

২০
X