‘ভুয়া সনদে নগর পরিকল্পনাবিদ’ শিরোনামে গত ২ ডিসেম্বর দৈনিক কালবেলা পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নগরপরিকল্পনাবিদ নজরুল ইসলাম। নজরুল রইসলাম প্রবিাদলিপিতে দাবি করেছেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, আদালতের রায় বাস্তবায়ন করে বিধি অনুযায়ী যথাযথভাবে আমাকে নগর পরিকল্পনাবিদ পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া প্রকাশিত সংবাদে আরও বলা হয়েছে আমাকে নবম গ্রেডের পরিবর্তে ৬ষ্ঠ গ্রেডে বেতনভাতা প্রদান করা হচ্ছে। এ প্রসঙ্গে জানাচ্ছি যে, নগর পরিকল্পনাবিদ পদটি ঢাকা সিটি করপোরেশনের ১৯৯০ সনের অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডের এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বেতন স্কেল মোতাবেকই আমাকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ পত্র প্রদান পূর্বক বেতন ভাতাদি প্রদান করা হচ্ছে। কর্পোরেশনেরই একটি দুষ্টচক্র আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করার জন্য উৎসাহিত করেছেন।
এছাড়া পত্রিকায় প্রকাশিত সিস্টেম এনালিস্ট পদের অতিরিক্ত দায়িত্ব প্রদানের বিষয়টি একান্তই ডিএসসিসিন কর্তৃপক্ষের এখতিয়ারাধীন বিষয়। এছাড়া আমার শিক্ষাগত যোগ্যতার সকল সনদ প্রথম বিভাগ/শ্রেণীর হওয়ার পরও আমার বিরুদ্ধে যে সংবাদটুকু পরিবেশন করা হয়েছে তা আমার আত্মমর্যাদায় আঘাত এনেছে।
মন্তব্য করুন