এবার ইসলামি সংগীতে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা ও নাট্যশিল্পী আবুল হায়াতকে। জনপ্রিয় ইসলামি সংগীত সংগঠন কলরবের পরিচিত মুখ মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে ‘মিছে দুনিয়া’ শিরোনামে মরমি গজলের ভিডিওতে অভিনয় করবেন তিনি।
একটি বাড়ির পর্যায়ক্রমে ৩ প্রজন্মের মালিক হওয়া গল্পে প্রথম পুরুষ হিসেবে অভিনয় করেছেন বরেণ্য এ শিল্পী। আবুল হায়াতের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন নাট্য মিডিয়ার জনপ্রিয় মুখ রকি খান ও তারেক জামানসহ অন্যরা।
ইতোমধ্যে উত্তরার একটি শ্যুটিং হাউসে মিছে দুনিয়া গজলের ভিডিও নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গজলটির কথা লিখেছেন গীতিকার হোসাইন নুর। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। ভিডিও বানিয়েছেন জনপ্রিয় নির্মাতা ইয়ামিন এলান। তানজিম রেজার সংগীত পরিচালনায় গজলটি আজ বিকেল ৩টা ৩০ মিনিটে রিলিজ হবে ইসলামি সংগীত প্রকাশের অনন্য প্লাটফর্ম হলি টিউনে।
এ প্রসঙ্গে অভিনেতা আবুল হায়াত বলেন, গানটির বিষয়বস্তু, সুর এবং গায়কী আমার ভালো লেগেছে তাই এতে সম্পৃক্ত হয়েছি। বাস্তবতা হলো, পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকব না। সবাইকে চলে যেতে হবে। ক্ষণিকের সুখের জন্য সারাক্ষণ ধন-সম্পদের পেছনে না দৌড়িয়ে নানামুখী ভালো কাজ করতে হবে আমাদের।
তিনি আরও বলেন, এ গানটি ধর্ম বর্ণ নির্বেশেষে সকলের জন্য শিক্ষণীয়। গানটির সুরকার ও গায়ক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, আমি এযাবৎ শ্রোতাদের থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি মরমি নাশিদের জন্য। সংগীতের সমঝদার যারা তারাও আমাকে সবসময় তাগাদা দেন, মরমি নাশিদ নিয়ে কাজ করতে। আমি আপনাদের এই ভালোবাসা ও আবেদনকে সম্মান জানাই। তারই ধারাবাহিকতায় এবারের নাশিদ মিছে দুনিয়া। আশাকরি আগের মতোই এটি সবার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন