কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও হাসনাতকে হত্যাচেষ্টার অভিযোগ

হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসুদের শেয়ার করা ছবি।
হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসুদের শেয়ার করা ছবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর যাত্রাবাড়ীতে এই হত্যাচেষ্টা করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।

এর আগে গতকাল বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যারচেষ্টা করা হয়। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে তাদের ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

এর আগে একই দিন দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

পরে সাইফুল ইসলাম আলিফের মরদেহ দাফনের পর কবর জিয়ারত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। আলিফ লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে আইনজীবীকে হত্যার ঘটনায় চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন আইনজীবী আলিফ। এ ছাড়াও পুলিশের ১২ জন সদস্যও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে চাঁদা না দেওয়ায় আ.লীগ সমর্থককে পিটিয়ে হত্যা

নারী নিয়ে হোটেলে গিয়ে লাশ হলেন যুবলীগ নেতা

জয় বাংলা স্লোগান দিয়ে গুলি ছুড়ে পালাল কারা

পাকিস্তানে ইমরান খানের এক হাজার সমর্থক গ্রেপ্তার

ধানুশ-ঐশ্বরিয়ার আনুষ্ঠানিক বিচ্ছেদ

জুলাই যোদ্ধাদের স্মরণে বেরোবির সাংস্কৃতিক আয়োজন

গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২

আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৩ দাবি ইউসিবির

টাইগারদের পঞ্চপাণ্ডবের সম্মানে জার্সি নম্বর তুলে রাখার প্রস্তাব

ইশরাকের পোস্ট শেয়ার দিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

১০

আইনজীবী আলিফ হত্যায় সরাসরি জড়িত ৮ জন, শনাক্ত ১৩

১১

সিরিয়ায় সেনাবাহিনীর ওপর বিদ্রোহীদের হামলা, নিহত ১০০

১২

র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ রাখলেন মেয়েরা

১৪

ছাত্রীনিবাসে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ বিএনপি নেত্রী, কেন?

১৫

চিন্ময়কে নিয়ে ইসকনের সংবাদ সম্মেলন

১৬

আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার দাবি ড. ফরহাদের 

১৭

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে আরেকটি ঘূর্ণিঝড়, সমুদ্রবন্দরে সতর্কতা

১৮

ইসকন নিষিদ্ধের দাবি সমমনা ইসলামী দলগুলোর

১৯

ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে : হেফাজত

২০
X