বাসস
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

আলমারি-টেবিল এখনো গুছিয়ে রাখছেন মা, কিন্তু ছেলে যে আর ফিরবে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদুল ইসলাম শোভন। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদুল ইসলাম শোভন। ছবি : সংগৃহীত

পাসপোর্ট করা হয়েছে। কাগজপত্রও প্রায় প্রস্তুত। উচ্চশিক্ষার জন্য জাপান যাওয়ার কথা ছিল শোভনের। কিন্তু তার আর জাপান যাওয়া হলো না। ছেলেটার ইচ্ছে ছিল লেখাপড়া শেষে চাকরি করে পরিবারের অভাব-অনটন দূর করার। তার আগেই শোভনকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো।

রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম ছোট মসজিদ এলাকার ৩নং রোডের ভাড়া বাসায় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শোভনের মা শাহনাজ বেগম। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন কলেজ ছাত্র শহিদুল ইসলাম শোভন (১৯)।

শাহনাজ বেগম বলেন, সেদিন ছিল ১৯ জুলাই শুক্রবার। শোভন দুপুরে জুমার নামাজ পড়ে এসে বিরিয়ানি খাচ্ছিল। ওর বন্ধুরা তখন বারবার ফোন দিচ্ছিল সবাই মিলে আন্দোলনে যাবে। ছেলেটা আমার তাড়াহুড়া করে খেয়ে চলে গেল। আমি কি জানতাম ওটাই আমার ছেলের শেষ খাওয়া, এটাই তার সঙ্গে আমার শেষ দেখা?

শহিদুল ইসলাম শোভন গত ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন। ২০ জুলাই শনিবার বিকেলে কামরাঙ্গীরচর এলাকায় হাফিজি হুজুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ২০০৫ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণকারী শোভন এ বছর শেখ বোরহান উদ্দিন কলেজ থেকে এইচএসসি পাস করেন।

শোভনের মা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, কত স্বপ্ন ছিল ছেলেটাকে নিয়ে, সব শেষ হয়ে গেল। আমার সাজানো-গোছানো সংসারটা শেষ হয়ে গেল। জানি না বাকি জীবনটা কীভাবে কাটবে আমাদের। সরকারের কাছে আমাদের কিছু চাওয়ার নাই। শোভন দেশের জন্য যে স্বপ্ন বুকে নিয়ে মারা গেছে, শোভন যেমন দেশ চেয়েছিল সেরকম হোক এই দেশটা। দেশের মানুষ যেন আমার সন্তানকে মনে রাখে, ওর আত্মত্যাগের কথা ভুলে না যায়।

শহীদ শোভনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উত্তর খোলাপাড়া গ্রামে। বাবা নজরুল ইসলাম একজন ছোট ব্যবসায়ী। তবে ছেলে নিহত হওয়ার পর থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ব্যবসা বন্ধ রেখেছেন। শোভনের ছোট বোন নাদিয়া ইসলাম নেহা (১৪) স্থানীয় আশরোফা হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

শহীদ শোভনের কামরাঙ্গীরচরের বাসায় গিয়ে দেখা যায়, টেবিলের সামনের দেয়ালে বড় করে লেখা রয়েছে ‘আঁধারে নয়, আলোতে ভয়’। বইপত্র টেবিলে তেমনি সাজানো রয়েছে। বড় একটা টিভি রয়েছে। জামা-কাপড় আলমিরাতে সাজানো। পরিবারের সদস্যদের সঙ্গে ছবি টানানো।

শোভনের মা এসব দেখিয়ে বলেন, দেখেন ভাই আগে ছবিতে আমাদের পরিবারের চার সদস্য ছিল। এখন আর শোভন নেই। এই ছবি শুধু স্মৃতি। বই আছে পড়ার জন্য, কিন্তু আমার শোভন নেই। জানুয়ারি মাসে টিভি কিনে দেই। এখন এই টিভি দেখবে কে? দেখেন ভাই ওই যে ওর জামাগুলো সাজানো রয়েছে, ওর বোন জামাগুলো দেখেই কান্না শুরু করে আর বলে ভাইয়া তুমি কি আর ফিরে আসবে না? এই সব কথা শুনলে মায়ের মন কেমন লাগে। কীভাবে জীবন পার করব আমরা?

শোভনের বাবা নজরুল ইসলাম বলেন, গত ১৯ জুলাই বিক্ষোভরত অবস্থায় পুলিশের গুলিতে নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন সাইদুল ইসলাম শোভন। পড়াশোনার জন্য তার জাপানে যাওয়ার কথা ছিল। কাগজপত্রও প্রায় প্রস্তুত করে ফেলেছিলাম। কিন্তু আর যাওয়া হলো না তার। তার আগেই মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেল ওপারে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সেদিনের ঘটনা সম্পর্কে শোভনের বাবা জানান, আসলে আমরা সে সময়ে ওখানে ছিলাম না, যাদের সঙ্গে আন্দোলনে গিয়েছিল, আন্দোলন চলাকালে কে কোথায় গেছে ঠিক ছিল না। ওর বন্ধুরাও বলতে পারে না। আলমগীর হোসেন নামে এক ছেলে শোভনকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সে জানিয়েছে, ‘আমরা তখন নিউমার্কেট পেট্রল পাম্পের সামনে। ধাওয়া-পালটাধাওয়া চলছে। গুলির শব্দ হচ্ছে মুহুর্মুহু। পুলিশ যখন অনেক দূরে চলে গেছে তখন পেছনে তাকিয়ে দেখি একটা ছেলে সেজদার ভঙ্গিতে বসে আছে। ততক্ষণে আমাদের ছাড়িয়ে পুলিশ আরও সামনের দিকে চলে গেছে। দৌড়ে গেলাম ছেলেটার কাছে। দেখি ওর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। ওর পেটের নিচের অংশে গুলি লেগেছে। আমার দিকে তাকিয়ে বলল, ‘ভাই, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবেন, প্লিজ।’ এ কথা বলতে না বলতেই আমার গায়ে শরীর এলিয়ে দিল। আমরা দ্রুত একটা রিকশা নিলাম। তখনো বেঁচে ছিল ছেলেটা।

আলমগীরের বরাত দিয়ে নজরুল ইসলাম বলেন, ওর আঙুল দিয়ে ওর ফোন আনলক করে বাসায় ওর মায়ের কাছে ফোন করে জানাই শোভনের গুলি লেগেছে। ওকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখি ওখানে আহত-নিহত মানুষের ছড়াছড়ি। চারদিকে কান্নাকাটি আর হুড়োহুড়ি। একজন ডাক্তার পালস দেখে বললেন, ‘ও অনেক আগেই মারা গেছে।’

শোভনের মা বলেন, খবর শুনে পাগলের মতো ছুটে গেলাম হাসপাতালে। দেখলাম জরুরি বিভাগের এক পাশে একটা ট্রলিতে আমার ছেলেটা পড়ে আছে। কয়েকটা ছেলে ওর পাশে দাঁড়ানো। শোভনের কাছে দৌড়ে গেলাম। আমার ছেলের দেহ নিথর। কত্ত ঝাঁকুনি দিলাম, কতবার ডাকলাম, ছেলে কিছু বলে না। একটা কথাও বললো না।

তিনি বলেন, ছেলে আন্দোলনে অংশ নিতে গিয়ে মারা যাওয়ায় ভয় হচ্ছিল, যদি পুলিশ লাশ নিয়ে যায়। যদি আমাদের অ্যারেস্ট করে! তাই ময়নাতদন্ত ছাড়াই তাড়াহুড়া করে আমার ভাইদের আর ওর বন্ধুদের সহয়তায় কোনোমতে জোর করেই হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে আসলাম।

ছেলের স্মৃতিচারণ করে শোভনের মা বলেন, কয়েক বছর আগের এক ২১ ফেব্রুয়ারি। শোভন তখন ক্লাস সেভেনে বা এইটে পড়ে। সেদিন শোভন একটা পোস্টার বানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল। ওই পোস্টারটিতে ছিল পাঁচজন ভাষা শহীদ : সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার-এর ছবি, শহীদ মিনারের আঁকা একটা ছবি আর ছিল শোভনের নিজের ছবি। সময়ের পরিক্রমায় সেই পোস্টারের সব চরিত্র আজ এক, তারা সবাই শহীদ। দেশের জন্য সবাই রাজপথে জীবন দিয়েছে। সৃষ্টিকর্তা শোভনের শাহাদাত নির্ধারিত করে রেখেছিলেন বলেই কি ওই পোস্টারের সব চরিত্র এক হয়ে গেল!

কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, আমরা তো জানতাম না আমার ছেলের দেশের প্রতি এই রকম ভালোবাসা ছিল। ও যে নিজেই দেশের জন্য পোস্টারের আরেকজন শহীদ হয়ে গেল! শোভন মারা যাওয়ার পর ওর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমরা এ পোস্টারটি দেখি, তবে কি শোভন এমনভাবেই শহীদ হতে চেয়েছিল কিংবা সৃষ্টিকর্তা শোভনের ভাগ্যে আগেই শাহাদাত লিখে রেখেছিল?

শোভনের নামে একটি মসজিদ নির্মাণ করতে সরকারের প্রতি দাবি রেখে মা শাহানাজ বেগম বলেন, যেখানেই হোক (ঢাকা অথবা মুন্সীগঞ্জ) ওর নামে যেন একটা মসজিদ নির্মাণ করা হয়। যেখানে সবাই নামাজ পড়ে আমার ছেলেসহ সব শহীদের জন্য দোয়া করবে।

নিহতদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, যারা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হয়েছেন, তাদের সবাইকে শহীদের মর্যাদা দিতে হবে। শুধু মুখে মুখে শহীদ বললেই হবে না। এদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দিতে হবে। এরা তো দেশের জন্যই জীবন দিয়েছে।

বোরহানউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, শোভন খুব সাহসী ছিল। সে আমাদের জাতীয় বীর। শোভনের মতো তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়েই এ দেশের নতুন যুগের সূচনা হয়েছে। আমরা এ জাতীয় বীরদের অবদান ভুলব না। শোভনের স্মরণে চাঁনখার পুল চত্বরকে ‘শোভন চত্বর’ নামকরণ করা হয়েছে। শোভন সবার জন্য এক অনুকরণীয় চরিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জান্তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত মিয়ানমারের বিদ্রোহীরা

আকিজ বশির গ্রুপের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

অবশেষে ঘোষিত হলো মেসিদের নতুন কোচের নাম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস

যুগ্ম সচিব নাদিরার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

লেভানডভস্কির ইতিহাস গড়া রাতে বার্সার দাপুটে জয়

কার্তিকের সঙ্গে পেরে উঠছেন না অজয় দেবগন

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দুঃস্বপ্নের রেকর্ড

১০

আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে

১১

অ্যাডভোকেট সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে : নাহিদ  ইসলাম

১২

উত্তরে বেড়েছে শীতের প্রকোপ

১৩

বাংলাদেশ ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বে অনন্য : পররাষ্ট্র উপদেষ্টা

১৪

বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

আইনজীবী নিহতের ঘটনায় আটক ২৭

১৬

দুপুরে শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৭

ইমরানের কথা অমান্য পিটিআইয়ের, বিক্ষোভে নতুন মোড়

১৮

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যেসব শর্ত

১৯

‘জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই’

২০
X