ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ
এইচআরএসএসের প্রতিবেদন

পাঁচ বছরে নির্যাতনের শিকার সাড়ে ১২ হাজার নারী-শিশু

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির লোগো। ছবি : কালবেলা
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির লোগো। ছবি : কালবেলা

এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে দেশব্যাপী কমপক্ষে ১ হাজার ৩০৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫০৫ জন। যাদের মধ্যে ২৬১ জনই ১৮ বছরের কম বয়সী শিশু। এছাড়া বিগত ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১২ হাজার ৫৮৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) প্রকাশিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশব্যাপী নারী ও শিশুদের ওপর সহিংসতা বিষয়ক এ প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।

এইচআরএসএসের প্রতিবেদন বলছে, শুধু ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কমপক্ষে ১৩০৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫০৫ জন, যাদের মধ্যে ২৬১ জন ১৮ বছরের কম বয়সী শিশু। ১১৮ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে ও আত্মহত্যা করেছেন ১১ নারী। ২৮১ নারী ও কন্যাশিশু যৌননিপীড়নের শিকার হয়েছেন- তন্মধ্যে শিশু ১১৫ জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৫০ জন ও আহত হয়েছেন ২৯ জন। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৬৫ জন, আহত হয়েছেন ৬৭ জন এবং আত্মহত্যা করেছেন ৯৯ নারী। এসিড সহিংসতার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ৮ নারী।

গত পাঁচ বছরের তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত কমপক্ষে ১২৫৮৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭১৭৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২২৫ জনকে ও আত্মহত্যা করেছেন ৫১ নারী। ২৬৩৯ নারী ও কন্যাশিশু যৌননিপীড়নের শিকার হয়েছেন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ২৯৬ জন, আহত হয়েছেন ৩৭৫ জন এবং আত্মহত্যা করেছেন ২০ নারী।। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ১০৬৩ জন, আহত হয়েছেন ৩৬৫ জন এবং আত্মহত্যা করেছেন ২৭৪ নারী। এসিড সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৯ জন ও গুরুতর আহত হয়েছেনে ১১ নারী।

এ ধরনের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, এইচআরএসএস বিশ্বাস করে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অংশীদারিত্ব থাকা অপরিহার্য। এমতাবস্থায় নারী ও পুরুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান এবং সহিংস মনোভাব পরিহার করা অবশ্য কর্তব্য। তাই নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবার নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। এইচআরএসএস আশা করে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গৃহীত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বহুলাংশে হ্রাস পাবে।

উল্লেখ্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ’ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশেও ১৯৯৭ সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সহিংসতা প্রতিরোধ নিশ্চিত করার আহ্বান

চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় পূজা পরিষদের উদ্বেগ 

সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে : নোয়াব

সমন্বয়কদের বৈঠকে যাচ্ছে না কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ

আইপিএলে দল পেলেন ১৩ বছরের বৈভব

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সেন্ট গ্রেগরি স্কুল 

ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরও ১০ শতাংশ ছাড়

আইপিএল নিলামে সাকিবের জন্য হতাশার দিন

চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা বাংলাদেশের, ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবীয়রা

১০

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

১১

হাসপাতালের মতো জায়গায় হামলা নিন্দনীয় : ড্যাব

১২

ক্যাম্পাসে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ 

১৩

শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত : জামায়াত

১৪

চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিবৃতি

১৫

৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

আন্দোলনে নিহত রিকশাচালকের মরদেহ ১১১ দিন পর কবর থেকে উত্তোলন

১৭

চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব

১৮

গণগ্রেপ্তারের পরও ইসলামাবাদের প্রবেশপথ ইমরান সমর্থকদের দখলে

১৯

ছাত্রসমাজের ভূমিকা শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান

২০
X