কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
জলবায়ু সম্মেলনে বক্তারা

বন্যায় বিশ্ব মোড়লরা দায়ী থাকলেও বিশ্ববাসী পাশে দাঁড়ায়নি

‘ইয়ুথ ফর ওয়াটার জাস্টিস’ শীর্ষক বিশ্ব সংলাপ আলোচনা সভা। ছবি : কালবেলা
‘ইয়ুথ ফর ওয়াটার জাস্টিস’ শীর্ষক বিশ্ব সংলাপ আলোচনা সভা। ছবি : কালবেলা

আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের ‘ওয়াটার ফর ক্লাইমেট’ প্যাভিলিয়নে আয়োজিত বিশ্ব সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ‘ওয়াটার ফর ক্লাইমেট’ প্যাভিলিয়নে ইয়ুথ ফর ওয়াটার জাস্টিস শীর্ষক এ বিশ্ব সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

যৌথভাবে এই সংলাপের আয়োজন করে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি), ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ওয়াইপিএসডি), বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম) ও চেঞ্জ ইনিশিয়েটিভ।

সংলাপে বক্তারা বলেন, ২০২৪ সালের আগস্টের বন্যার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছিল সম্পূর্ণ নবীন, তাই সরকার বন্যা দুর্গতদের পাশে সেভাবে দাঁড়াতে পারেনি। এই বন্যার জন্য বিশ্ব মোড়লরা দায়ী থাকলেও বিশ্ববাসী পাশে দাঁড়ায়নি। এসময় বন্যা দুর্গতদের জীবন বাঁচাতে ও বন্যাপরবর্তী পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের তরুণ সমাজ। ভয়াবহ এই বন্যা মোকাবিলার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলা ও পানির ন্যায্যতা নিশ্চিতে তরুণদের সম্পৃক্ত করার বিকল্প নেই। তাই জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় জাতিসংঘের মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের ‘পেইড ভলেন্টিয়ার’ হিসেবে যুক্ত করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

ক্যাপসের চেয়ারম্যান ড. আহমেদ কামারুজ্জামান মজুমদারের সভাপতিত্ব ও তরুণ জলবায়ুকর্মী ফারিয়া অমির সঞ্চালনায় এই সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. মনজুরুল হান্নান খান, মূল প্রবন্ধে তিনি আগস্টের বন্যার ভয়াবহতা, ক্ষয়ক্ষতির পরিমান ও তরুণদের তৎপরতার চিত্র তুলে ধরেন।

সংলাপে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসাইন খান, ওয়াটারকিপার্স সেনেগালের সমন্বয়ক অ্যাম্ব্যাক স্যাক, ক্লাইমেট ফরোয়ার্ড পাকিস্তানের শিশু ও যুববিষয়ক উপদেষ্টামণ্ডলীর চেয়ারপার্সন মাহনুর রশিদ, ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট- ওয়াইপিএসডির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, জাতিসংঘ জলবায়ু কর্মসূচির পানি ও জলবায়ু গবেষক আসিফ ইকবাল, ওয়াটার এইডের প্রোগ্রাম আন্ড পলিসি এডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ শেখ , সচেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান, মিশন গ্রিন বাংলাদেশের পরিচালক কেফায়েত শাকিল, আইক্যাড এর যুব প্রতিনিধি আল মামুন রাকিব ও ফুটস্টেফ ফাউন্ডেশনের সভাপতি শাহ রেফায়েত চৌধুরী।

এম জাকির হোসাইন খান তার বক্তব্যে বলেন, পানির ন্যায্যতা হলো জলবায়ু ন্যায্যতার একটি বড় অংশ। প্রকৃতি কেন্দ্রীক বৈশ্বিক শাসনের জন্য জাতীয় এবং আন্তঃসীমান্তীয় পানিসম্পদ ব্যাবস্থাপনা জরুরি। বিশেষ করে তরুণদের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা তরুণরাই পৃথিবীতে প্রকৃতিভিত্তিক উন্নয়নের পরিচালক।

ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার বলেন, আমরা আন্তর্জাতিক পরিসরে যতই ক্ষতিপূরণ চাই না কেন, আমাদের মনঃস্তাত্তিক ক্ষয়ক্ষতি, পৈতৃক ঘরবাড়ি হারানো, ধর্মীয় স্থাপনা হারানোর বেদনা আমরা কীভাবে কাভার করবো?

তাই ক্ষয় ক্ষতির হিসাব করার সময় মানসিক বিষয়গুলোও মাথায় রাখতে হবে। সেইসাথে শুধু ক্ষতিপূরণের দাবির মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণদের জলবায়ু, পানির ন্যায্যতাসহ সব পরিবেশ সমস্যায় সম্পৃক্ত করা জরুরি।

অ্যাম্ব্যাক স্যাক বলেন, আমাদের সবারই উচিত তরুণদের জলবায়ু পরিবর্তন রোধ এবং পানি ন্যায্যতা নিশ্চিত করার ক্ষেত্রে সম্পৃক্ত করা। কারণ তারাই পৃথিবীর আগামী।

মাহনুর রশিদ বলেন, পাকিস্তানের তরুণ স্বেচ্ছাসেবকরা বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের মতোই উত্তর পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়েছে। এটি বার্তা দিচ্ছে বিশ্বব্যাপী তরুণদের অবদানের ক্ষমতায়ন এবং স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাইদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যা যখন দেশ ও বিশ্ব ভূমিকা রাখতে ব্যার্থ হয়েছে তখন তরুণরা অগ্রণী ভূমিকা রেখে বন্যা মোকাবিলার মাধ্যমে স্পষ্ট করেছে, জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলা ও পানির ন্যায্যতা নিশ্চিতে তরুণদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আমরা চাই জাতিসংঘের দেশগুলোর মাধ্যমে তরুণদের পেইড ভলেন্টিয়ার হিসেবে যুক্ত করুক এবং দুর্যোগ মোকাবিলায় নেতৃত্ব দিক।

আসিফ ইকবাল বলেন, জরুরি প্রতিক্রিয়ার জন্য দুর্যোগপ্রবণ এলাকায় তরুণ স্বেচ্ছাসেবকদের তাদের সম্প্রদায়ের মধ্যে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সামগ্রীর অ্যাক্সেস রয়েছে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তাদের কর্মক্ষমতা বাড়াতে হবে এবং এর জন্য সরকার তাদেরকে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালার সাথে সংযুক্ত করতে পারে।

কেফায়েত শাকিল বলেন, ২০২৪ এর আগস্টে ফেনীর বন্যার ক্ষতিগ্রস্তদের মধ্যে আমি অন্যতম একজন। বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণ পাইনি, কবে পাবো জানিও না। আমি মনে করি তরুণরা আমাদের তাৎক্ষনিক যে সহায়তা করেছে সেটিই আমাদের একমাত্র পাওয়া। তাই তরুণদের আরও সক্ষম করা, বিশেষ করে জল ও বায়ুর ন্যায্যতা নিশ্চিতে তরুণদের ক্ষমতায়ন প্রয়োজন বলে আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সনাতনীদের ঢালাওভাবে আ.লীগের ট্যাগ লাগানোর চেষ্টা হচ্ছে’

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

ওত পেতে থাকা স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না : তারেক রহমান

আহত কাজলকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড, হাসপাতালে উপদেষ্টা নাহিদ

চুরির অভিযোগে ঝুলিয়ে মারধর, রিকশাচালকের মৃত্যু

যারা আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, জনগণ তাদের প্রত্যাখান করবে : আবু হানিফ

যবিপ্রবির এপিপিটি বিভাগে এক মাস বন্ধ ক্লাস পরীক্ষা, শিক্ষার্থীদের হুঁশিয়ারি

ঢাবিতে এএইচএফবির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

রোমে ‘পোপ ফ্রান্সিস ইউনূস ত্রি-জিরো ক্লাব’ উদ্বোধন

বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে : দুলু

১০

রুনা লায়লার জন্মদিনে গাইবেন সাব্বির-প্রিয়াংকা

১১

মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস : তারেক রহমান

১২

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোচালকসহ নিহত ২

১৩

ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাংলাদেশকে নতুন করে গড়তে হবে : মঞ্জু‌

১৪

ধেয়ে আসছে সুপার টাইফুন ম্যান-ই, ১৮৫ কিলোমিটার বেগে আঘাতের শঙ্কা

১৫

লেবাননে যুদ্ধ বিরতির সিদ্ধান্তে সমর্থন ইরানের

১৬

বগুড়ায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে হত্যা, স্বামী পলাতক

১৭

‘শহীদ পরিবারের বিষয়ে সরকারের উদাসীনতার সুযোগ নেই’

১৮

ব্রেকিংয়ের প্রতিযোগিতায় অনেক গণমাধ্যম অপতথ্য ছড়ায় : আসিফ নজরুল

১৯

গ্লোবাল লিগে চ্যালেঞ্জ নিচ্ছেন সোহানরা

২০
X