কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। ছবি : সংগৃহীত
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। ছবি : সংগৃহীত

ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। শুক্রবার (১৫ নভেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা মো. ফাওজুল কবির খান, ভারতের বিদ্যুৎবিষয়কমন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা অংশ নেন।

চলতি বছরের মে-জুনে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড ভারত সফরের বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দিয়েছিলেন। পরে ৩ অক্টোবর এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ বলেন, ‌সব মিলিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা।‌ ‌ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরপর ২০২৫ সালের ১৫ জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ।

বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ না থাকায় ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ আসছে। তবে ভারতের গ্রিডের সঙ্গে বাংলাদেশের গ্রিডের সংযোগে খুব বেশি বাড়তি ক্যাপাসিটি না থাকায় নেপাল মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারবে। তবে ভবিষ্যতে সঞ্চালন লাইনের ক্যাপাসিটি বৃদ্ধি করা হলে নেপাল আরও বেশি পরিমাণে বিদ্যুৎ পাঠাতে পারবে বলে জানিয়েছেন মুখপাত্র চন্দন কুমার ঘোষ।

জানা গেছে, নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ৮ দশমিক ১৭ রুপিতে কিনবে বাংলাদেশ। এর মধ্যে থাকবে ভারতের সঞ্চালন লাইনের খরচও। নেপাল তাদের দুটি কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে। এর মধ্য ২৫ মেগাওয়াট ত্রিশূলি আর ২২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের জয়, ইসরায়েলে থমকাল ফ্রান্স

প্রত্যাশার পারদ উঁচুতে রাখছেন কাবরেরা

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই গ্রেপ্তার

ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে প্রফেশনাল মাস্টার্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

‘দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐকমত্যের বিকল্প নেই’

বিএনপির সভায় যাওয়ার পথে বোমা হামলায় আহত প্রবাসীর মৃত্যু

ইঞ্জিনিয়ার মানস মিত্রের মৃত্যুতে ঐক্য পরিষদের শোক

আখাউড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না : লায়ন ফারুক 

ছাত্র-জনতার আন্দোলনের পটভূমিতে ‘শরীর ও মানচিত্র’ প্রদর্শনী  

১০

তওবা করে মাদক ছাড়ার শপথ নিলেন তারা

১১

বাকৃবিতে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

১২

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে : সাকি

১৩

ছায়ানটের শ্রোতার আসরে রাগসঙ্গীত

১৪

ভেঙে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপির সব কমিটি

১৫

বিপ্লবকে নস্যাৎ করতে এখনো তৎপর আ.লীগ : অ্যাডভোকেট সালাম

১৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

১৭

জানা গেল বিএসসির দুই জাহাজে অগ্নিকাণ্ডের কারণ

১৮

‘শহীদ’ শরিফ উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান

১৯

থিয়েটারের বর্ষপূর্তি উৎসব বক্তারা / নতুন শিল্পীদের নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি

২০
X