কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০২:২৮ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ফিরছেন না, রাতেও রাস্তায় থাকছেন আহতরা

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনের সড়কে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহতরা।ছবি : সংগৃহীত
সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনের সড়কে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহতরা।ছবি : সংগৃহীত

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনের সড়কে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহতরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর বিছানাপত্র নিয়ে এসে হাসপাতালের সামনের সড়কে অবস্থান করার ঘোষণা দেন তারা। এই বিক্ষুব্ধ ব্যক্তিদের কারও এক পা নেই, কেউ কেউ হুইলচেয়ারে, আবার কারও চোখে ব্যান্ডেজ রয়েছে।

জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সরকারের ভূমিকায় ক্ষুব্ধ এই ব্যক্তিদের দাবি, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান এবং তাদের দাবিদাওয়া জানাতে চান। প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে সরকারের অন্তত চার জন উপদেষ্টাকে তাদের সামনে উপস্থিত হওয়ার দাবি জানিয়েছেন তারা।

এর আগে বুধবার দুপুর থেকে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তাদের এ অবস্থান শুরু হয়। জানা গেছে, এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে যান। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে ঘুরে দেখেন। সেখানে ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনের একাংশের আহতরা, বাকিরা ছিলেন তৃতীয় তলায়। কিন্তু তৃতীয় তলার ওয়ার্ডে পরিদর্শন না করায় সেখানে থাকা চিকিৎসাধীন আহত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেন।

পরে তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। ধারণা করা হচ্ছিল গাড়িটি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ব্যবহার করতেন। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে স্বাস্থ্য উপদেষ্টা ব্রিটিশ হাইকমিশনারের গাড়িতে উঠে হাসপাতাল ত্যাগ করেন। তবে বিষয়টি বুঝতে পারেননি আহতরা। তারা আগের গাড়িটি ও পুলিশের একটি প্রোটোকল গাড়ি আটকে দেন। এরপর তারা দুপুর সোয়া ১টার পর রাস্তায় আসেন।

এমন পরিস্থিতি তখন শেরেবাংলা নগর থানার পুলিশ সদস্যরা সামাল দিতে পারেননি। পরে র‌্যাব-২ এর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারপর দুপুর ২টা ২০ মিনিটের দিকে সেনাবাহিনীর ৫টি ইউনিট হাজির হয়। কিন্তু কোনো বাহিনীর সদস্যরাই আহত আন্দোলনকারীদের থামাতে পারেননি।

দিনভর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আহতরা। পরে রাত সাড়ে ১২টার দিকে বিছানাপত্র নিয়ে এসে হাসপাতালের সামনের সড়কে অবস্থান করার ঘোষণা দেন তারা। এসময় তারা ঘোষণা দেন সরকারের অন্তত চার উপদেষ্টা না আসা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। রাত ১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছেন।

এ বিষয়ে একজন আহত শিক্ষার্থী বলেন, যাত্রবাড়ীতে আমার হাতে গুলি লেগেছে। আমি হাতের মুভমেন্ট করতে পারছি না। অথচ আমাদের ব্যাপারে তারা উদাসীন।

আরেক আহত শিক্ষার্থী মো. হাসান বলেন, আমাদের একেকটা ওয়ার্ডে ৪৮ জন মানুষ আছে। কিন্তু উনারা উনাদের পছন্দের বিদেশি পাঁচজন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। তারা দু-একজনের সঙ্গে কথা বলে চলে গেছেন। আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সামান্য চিকিৎসা দিয়ে তিন মাস বসিয়ে রাখা হয়েছে। আমার পায়ে ৯টি অপারেশন করা হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি। আমাদের শুধু অপারেশনে নিয়ে যায়। আমরা চাই তারা আমাদের সঙ্গে কথা বলুক। আমাদের জন্য ঘোষণা করা সেই এক লাখ টাকা দিক এবং ভালো মানের চিকিৎসা দিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচারের সময় ১০ সোনার বারসহ আটক ১

চাঁদা না দেওয়ায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীসহ তার পরিবারকে গুলি 

ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড়, আঘাত হানবে যেখানে

অসচ্ছল ১৫০ শিক্ষার্থীকে মাসে ৫০০০ টাকা দেবে ঢাবি

রাজশাহীতে মশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন, বাড়ছে ডেঙ্গু রোগী

দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

উপদেষ্টা শারমীনের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফিরছে আগের নিয়মে

গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান তারেক রহমান

মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান তারেক রহমান

১০

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ৩ চুক্তি

১১

খুলনায় ডিবি সদস্যদের ওপর হামলা, এএসআইসহ আহত ৪

১২

রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম

১৩

লক্ষ্মীপুরে ন্যায্যমূল্যের সবজিবাজার, ভোক্তাদের ভিড়

১৪

পাসপোর্ট জটিলতা কাটছে না গুমফেরত বিএনপি নেতা সৈয়দ সাদাতের

১৫

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

১৬

মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা, পড়ে ছিল চিরকুট

১৭

ঋণ না দেওয়ায় ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই

১৮

আমনের বাম্পার ফলন, সংগ্রহ শুরু রবিবার থেকে

১৯

হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না

২০
X