অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১২ নভেম্বর) শাহনাজ সুলতানা স্বাক্ষরিত পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি তামিলনাড়ু ও শ্রীলংকা উপকুলের দিকে অগ্রসর হতে পারে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৪ দশমিক ৫ ডিগ্রী এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।
এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ০৬-১২ কি. মি.।
মন্তব্য করুন