কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:৫২ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গকে বঞ্চিত করায় প্রতিবাদ বিক্ষোভ 

উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গকে বঞ্চিত করায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গকে বঞ্চিত করায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গকে বঞ্চিত করার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে উত্তর বঙ্গের ছাত্র-জনতা।

রোববার (১০ নভেম্বর) রাত ৯টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগে ১৬টি জেলার শিক্ষার্থী হিসাব করলে প্রায় ৪০% শিক্ষার্থীই আমাদের রংপুর তথা উত্তরবঙ্গের কিন্তু এটা আমদের জন্য হতাশার যে মন্ত্রিপরিষদে আমরা ১% অংশগ্রহণ ও নিশ্চিত করতে পারিনি, এটা আমাদের জন্য আফসোসের বিষয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আতিক মোজাহিদ। তিনি বলেন, আমাদেরকে আন্দোলন কেন করতে হবে উপদেষ্টার জন্য? কেন আমাদেরকে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে বলতে হবে, উপদেষ্টা দেন?

তিনি আরও বলেন, হয়তো কেউ বলতে পারে আমরা কি তাহলে আন্দোলনের স্টেকহোল্ডার হিসেবে কোটা চাচ্ছি? না আমরা কোটা চাচ্ছি না, আমরা সাম্যের কথা বলতে এসেছি, আমরা আমাদের সঙ্গে হওয়া বৈষম্যের কথা বলতে এসেছি।

উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গকে বঞ্চিত করার বিক্ষোভ সমাবেশে আয়োজক নাজমুল হাসান সোহাগ বলেন, ড. ইউনূসের মতো সর্বজনবিদিত নোবেল বিজয়ীর প্যানেলে শহীদ আবু সাইদের এলাকা থেকে কোনো উপদেষ্টা না রাখায় তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অতিদ্রুত উত্তরবঙ্গের ১৬ জেলা থেকে অন্তত ৪ জন উপদেষ্টা না রাখলে ১৮,২৪ মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, এই বিপ্লবে উত্তরবঙ্গের মানুষ তাদের জীবন বাজি রেখে এই দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আপনারা দেখেছেন এই আন্দোলনে উত্তরবঙ্গ থেকে প্রথম শহীদ আবু সাইদ। তার জীবনের বিনিময়ে এই আন্দোলন ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনে রূপ নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ লিওন বলেন, রংপুর ও রাজশাহী বিভাগ থেকে চারজন যোগ্য মানুষ খুঁজে বের করেন। যদি আপনারা না পারেন তাহলে আমাদের বলেন আমরা খুঁজে দেবব৷

বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সহসমন্বয়ক আশিকুর রহমান জিম বলেন, আবু সাইদের রক্তের ওপর দিয়ে যে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে সেই দেশে নতুন করে কেন বৈষম্য করা হচ্ছে। আমরা অতিদ্রুত উত্তরের জনপদ থেকে উপদেষ্টা দেখতে চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিব মাসুদ বলেন, আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে শুধু আমরা লাফালাফি করি। কিন্তু আমরা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে পারিনি। জুলাইয়ের স্পিরিটকে যদি আমরা ধারণ করতাম তাহলে আমাদের এই বৈষম্য দেখতে হতো না ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য আরেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, আপনারা কিভাবে উপদেষ্টা সিলেকশন, কে পলিসি নেয় আমরা জানি না।আমরা এই সিদ্ধান্ত অনুমোদন দেই নি। আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির ডা. আবদুল আহাদ। উনি বলেন ১৯৪৭ থেকে ২০২৪ আজও আমরা বঞ্চিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিপন বলেন, শহীদ আবু সাঈদের বুকের ওপর দিয়ে যে নতুন বাংলাদেশ গঠন করা হলো সেখানে আবু সাঈদের অঞ্চলের প্রতিনিধি কোথায়? স্বাধীনতার পর থেকে বাজেট প্রণয়ন এবং বরাদ্দের ক্ষেত্রে রংপুর বিভাগের মানুষের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে, বৃহৎ কোন শিল্প প্রতিষ্ঠান, বন্যা-খরা ব্যবস্থাপনায় কোন প্রকল্প কিংবা বহুমুখী দারিদ্র্যবিমোচনে আলাদা কোনো পদক্ষেপ আজও নেওয়া হয়নি। আজকে জুলাই বিপ্লবের পর্বতসম গণআকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে তাতে রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনকে একটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ হিসেবে গ্রহণ করা প্রয়োজন। আর সে জন্য রংপুর বিভাগের প্রতিনিধিত্ব আবশ্যক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই চিকিৎসা নিতে পারবেন ডায়াবেটিস রোগীরা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত : ড. ইউনূস

কুয়াকাটায় ৩ দিনব্যাপী রাস উৎসব শুরু

আ.লীগ নেতাদের ক্ষমা চাওয়ার কথা বলে নাজমুলের স্ট্যাটাস

সৌদিতে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো, মঞ্চ কাঁপালেন জেনিফার লোপেজও

আহতদের দেখতে পঙ্গুতে যাবেন সালাহউদ্দিন-রিজভী

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

কমিশন্ড অফিসার নেবে বাংলাদেশ নৌবাহিনী

সমন্বয়ক পরিচয়ে কমিউনিস্ট পার্টির পথসভায় বাধা দেওয়ার অভিযোগ

১০

করাচি থেকে চট্টগ্রামে এলো পণ্যবাহী জাহাজ

১১

আইন উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’

১২

লেবাননের আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত ৬ ইসরায়েলি সেনা

১৩

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস 

১৪

আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত সরকারের

১৫

ভবদহে প্রথমবারের মতো চালু হচ্ছে ভাসমান টয়লেট

১৬

মেয়েকে শাসন করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যা

১৭

১৪ নভেম্বর, ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

১৮

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

খুবিতে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফির প্রতিবাদে আন্দোলন

২০
X