আগের সরকার মামলা খেয়েছে আর এই সরকার প্রশংসা কুড়াচ্ছে বলে দাবি করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে।
শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজে করা এক স্ট্যাটাসে এ দাবি করা হয়।
স্ট্যাটাসে বলা হয়, আগের সরকার মামলা খেয়েছে, এই সরকার প্রশংসা কুড়াচ্ছে। পার্থক্যটা কেবল সদিচ্ছায়। দিন রাত এক করে শ্রম অসন্তোষ নিরসনের চেষ্টা বৃথা যায়নি। ভবিষ্যতে বাংলাদেশের শ্রমবান্ধব পরিবেশকে রোল মডেল মানবে বিশ্ব। -এডমিন
স্ট্যাটাটিতে বার্তাসংবলিত একটি ছবিও সংযুক্ত করা হয়। যাতে লেখা আছে, শ্রম অধিকারের নতুন অধ্যায়ে বাংলাদেশ।
তাজরিন ফ্যাশন ও রানা প্লাজা দুর্ঘটনার প্রেক্ষিতে হাসিনা সরকারের অবহেলায় ILO বাংলাদেশের বিরুদ্ধে মামলা করে। সেসময় বিগত সরকারের প্রতিনিধি দল ILO-তে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
শ্রমিক অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগগুলো ILO-এর ৩৫২ তম কনভেনশনে ব্যাপক প্রশংসিত হয় এবং ১৭টি দেশের প্রতিনিধিদের অনেকেই মামলা প্রত্যাহারের প্রস্তাব প্রদান করে।
শ্রমিক অধিকার রক্ষায় নেওয়া হয়েছে যেসব উদ্যোগ :
শ্রমিক অধিকার কমিশন ১৮ দফা কর্মসূচি শ্রম পরিস্থিতি মনিটরিং কমিটি
মন্তব্য করুন