মানুষের জীবনে সমস্যা আসবে এটাই স্বাভাবিক। সমস্যার আসলে কোনো শেষ নেই। একটি শেষ না হতেই আরেকটি শুরু হয়ে যায়।
এজন্য ঝামেলা নিয়ে কোনো ভাবনা না থাকায় ভালো। এটা নিয়ে ভাবলেই বরং মন খারাপ হয়ে যেতে পারে। তবে এটা এরিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ ঝামেলার কথাটি আপনাকে মনে করে দেওয়ার জন্য রয়েছে একটি দিবসও।
আজই (৯ নভেম্বর) সেই দিন, ‘ঝামেলার শেষ নেই’ দিবস। ডেজ অব দ্য ইয়ারের তথ্যে ৯ নভেম্বর, ‘ঝামেলার শেষ নেই’ (ক্যাওস নেভার ডাইস ডে) দিবস। যুক্তরাষ্ট্রে এই দিনটি পালিত হয়। কবে কীভাবে এর প্রচলন হয়েছিল, তা অবশ্য জানা যায়নি।
দিনটি মনে করে দেয় ঝামেলা আমাদের জীবনেরই অংশ। ঝামেলা অস্বীকার করার কিছু নেই। বরং সহজভাবে গ্রহণ করে ইতিবাচক থাকতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ্য করে তুলতে হবে। এজন্য ‘বর্তমান’কে গুরুত্ব দেওয়া সবচেয়ে ভালো উপায়।
বিচিত্র এই দিবস পালন করতে পারেন। ঝামেলা-জটিলতা কখনো নিঃশেষ হবে না; বরং এসব নিয়েই চলতে হবে—এই আপ্তবাক্য মাথায় রেখে দৃষ্টিভঙ্গি বদলে নেওয়ার দারুণ সুযোগটি নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ‘ইতিবাচকতা’র গুরুত্বের কথা আগেই বলা হয়েছে। এর সঙ্গে যোগ করে নিতে পারেন দৈনন্দিন কিছু অনুশীলন।
মন্তব্য করুন