দুর্যোগে জীবন রক্ষার মৌলিক কৌশল বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আইসিআরসি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) অর্ধদিবস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যোগাযোগ বিভাগের ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এর সহযোগিতায় জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি ও সোসাইটির যোগাযোগ বিভাগের উপ-পরিচালক সাবিনা ইয়াসমিন। প্রশিক্ষণে অংশ নেন জাতীয় পর্যায়ের ২০টি গণমাধ্যমের সাংবাদিকরা।
প্রশিক্ষণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম তুলে ধরা হয়। রেড ক্রিসেন্টের ৭টি মূলনীতি- মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা, সর্বজনীনতা। এ ছাড়া দুর্যোগে জীবন রক্ষার মৌলিক কৌশলগুলো তাদের হাতে কলমে শেখানো হয়। অগ্নি নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপগুলো, সিপিআর প্রয়োগের পদ্ধতিগুলো সর্ম্পকে প্রত্যক্ষ ধারণা দেওয়া হয়।
মন্তব্য করুন