কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

কমিশনকে শক্তিশালী করার এখনই উপযুক্ত সময় : ড. কামাল উদ্দিন

ড্যানিশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটসের প্রতিনিধিদলের সঙ্গে ড. কামাল উদ্দিন আহমেদের সাক্ষাৎ। ছবি : কালবেলা
ড্যানিশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটসের প্রতিনিধিদলের সঙ্গে ড. কামাল উদ্দিন আহমেদের সাক্ষাৎ। ছবি : কালবেলা

মানবাধিকার সুরক্ষিত রাখতে কমিশনকে শক্তিশালী করার এখনই উপযুক্ত সময় দাবি করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশে মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় এবং মানবাধিকার সুরক্ষিত রাখতে সকলকে আন্তরিক থাকতে হবে। এক্ষেত্রে, জাতীয় মানবাধিকার কমিশন প্রয়োজনীয় পর্যবেক্ষণ, গবেষণা এবং সুপারিশ প্রদান করে। পাশাপাশি জনগণের মানবাধিকার সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতকরণের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় ড্যানিশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটসের ২ সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ কালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ একথা বলেন।

তিনি আরও বলেন, কমিশনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো বয়সের ব্যক্তি অভিযোগ করতে পারেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও অভিযোগ করতে পারেন। প্রয়োজনীয় ক্ষেত্রে কমিশন নিয়মিত স্বঃপ্রণোদিত অভিযোগও গ্রহণ করে।

ড. কামাল উদ্দিন আহমেদ এ সময় দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনাকালে জ্ঞান, অভিজ্ঞতা ও সামর্থ্য বিনিময়ের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র প্রসারে একমত পোষণ করা হয়। ড্যানিশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটসের পক্ষ থেকে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ প্রতিনিধিদলকে কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় কমিশনের বিভিন্ন থিমেটিক কমিটির কার্যক্রম, কমিশনের প্রতিবন্ধকতা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। মানবাধিকার কমিশনের সক্ষমতা ও আইনি কাঠামো বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সারা দেশের সকল বিভাগে কমিশনের কার্যালয় স্থাপন, কমিশনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ থাকলে সে বিষয়ে তদন্ত করার এখতিয়ার দিয়ে কমিশনের আইন সংশোধন, কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা আবশ্যক বলে মত প্রকাশ করেন ড. কামাল উদ্দিন আহমেদ। কমিশন বিশ্বাস করে, ওই বৈঠক ইতিবাচক ফলাফল নিয়ে আসবে এবং পারস্পরিক সহযোগিতা ও বিনিময়ের ক্ষেত্র প্রসারিত হবে। বৈঠকে ড্যানিশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটসের প্রতিনিধিদল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের জন্য শান্তদের ২৩৬ রানের লক্ষ্য দিল আফগানরা

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে নিয়ে সেই টকশো স্থগিত

ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন / বাংলাদেশ নিয়ে আশা কমেছে তরুণদের

৪২ বছর পর অপারেশন থিয়েটারের যাত্রা শুরু

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে : প্রেস সচিব

ট্রাম্প নাকি কমলা, কাকে ভোট দিলেন শিশির?

যে কারণে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

জেলের জালে মিলল ১৪ কেজির পোয়া

ট্রাম্পপুত্রের ভোট দেওয়া নিয়ে মাতামাতি

১০

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনি ব্যবস্থা নেবে পাবিপ্রবি প্রশাসন

১১

মার্কিন নির্বাচনে ‘ট্রাম্প কার্ড’ খেললেন ইলন মাস্ক

১২

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে গুলি

১৩

গণমাধ্যমের ওপর আক্রমণ বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি : টিআইবি

১৪

তিন হাজার কোটি টাকার সভরেন গ্যারান্টি পেল আইসিবি

১৫

শিক্ষার্থীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ

১৬

এক ইলিশ বিক্রি ৬ হাজার ৩২৫ টাকায়

১৭

নগদে বিশ্বাসী আমু

১৮

হঠাৎ কেন আলোচনায় ‘কমলার বনবাস’ সিনেমা!

১৯

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

২০
X