সারা দেশে পলিথিনবিরোধী অভিযানে জরিমানাসহ ২ হাজার ৯৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সারা দেশে এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তর জানায়, সমগ্র দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৩৫টি প্রতিষ্ঠানকে এক লাখ বত্রিশ হাজার চারশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ২ হাজার ৯৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
এদিকে পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় অধিপ্তর।
এর আগে রোববার (৩ নভেম্বর) থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস শনিবার (২ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (১ নভেম্বর) ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বন্ধ ছিল। তবে রোববার থেকে মনিটরিং কার্যক্রম চলবে।
মন্তব্য করুন