এক সকালে ময়লা আবর্জনা সরিয়ে খাল যেমন পরিষ্কার করা গেছে, দেশের সর্বস্তর থেকে সদিচ্ছার প্রকাশ ঘটলে দেশটাকে সুন্দর করতে সময় লাগবে না।
শুক্রবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দাবি করা হয়।
খাল পরিষ্কার নিয়ে বিকেল ৩টার দিকে করা স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধারা হলো :
খাল পরিষ্কারের আগে আর পরে। দুটো ছবিই দেখুন, পার্থক্যটা কেবল সদিচ্ছায়। এক সকালে ময়লা আবর্জনা সরিয়ে খাল যেমন পরিষ্কার করা গেছে, দেশের সর্বস্তর থেকে সদিচ্ছার প্রকাশ ঘটলে দেশটাকেও সুন্দর করতে সময় লাগবে না।
আপনি যদি সত্যিই আপনার দেশটাকে ভালোবেসে থাকেন, নিজের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুন্দর রাখুন। আর সেই চেষ্টাটা শুরু হোক এখনই।
(যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ৬৪ জেলায় খাল/জলাশয় পরিষ্কার কার্যক্রমের আওতায় রামপুরার ত্রিমোহনীতে খাল পরিষ্কার করা হয়। ওই পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) -এডমিন
মন্তব্য করুন