কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা নগরের বয়স নিয়ে জানা গেল নতুন তথ্য

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের দশ সেল-সংলগ্ন এলাকা উৎখননের চিত্র। ছবি : সংগৃহীত
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের দশ সেল-সংলগ্ন এলাকা উৎখননের চিত্র। ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজধানী ঢাকা। দেশের প্রাচীনতম নগরীর একটি। আমরা অনেকেই জানি ১৬১০ সালে নগর ঢাকার পত্তন হয়। সে হিসেবে ঢাকার বয়স ৪০০ বছর। কিন্তু এবার বুঝি সে হিসেবে টান পড়তে চলেছে। নতুন করে জানা যাচ্ছে ৪০০ বছর নয়, আরও বাড়তে পারে ঢাকার বয়স।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রত্নতাত্ত্বিক খননের কাজ করা হয়। এ সময় পাওয়া কিছু নিদর্শন ও প্রাচীন দুর্গের অস্তিত্ব প্রমাণ করছে, ১৪৩০ সালেই এখানে বিশাল প্রাসাদ দুর্গ নির্মিত হয়েছিল।

খননে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে, যা থেকে প্রত্নতত্ত্ববিদরা অনুমান করছেন, ঢাকা নগরীতে মানববসতির শুরু যিশুখ্রিস্টের জন্মেরও আগে। খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে। ফলে এই জনপদের বয়স আড়াই হাজার বছরের বেশি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খনন : ঢাকার গোড়াপত্তনের বিশ্লেষণ’ শীর্ষক আলোচনায় এ তথ্য তুলে ধরেন প্রত্নতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও খননকাজের তত্ত্বাবধায়ক সুফি মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল প্রত্নতত্ত্ব গবেষক ও শিক্ষার্থী ২০১৭-১৮ সালে পুরোনো কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খননকাজ করেন। তারা কারাগারের প্রধান ফটকের সামনের অংশ, রজনীগন্ধা ভবনের আঙিনা, কারা হাসপাতালের সামনের অংশ, দশ সেল ও যমুনা ভবনের পশ্চিম এলাকা- এই পাঁচ স্থানে ১১টি খননকাজ করেন। এতে তারা একটি প্রাচীন দুর্গের দেয়াল, কক্ষ, নর্দমা, কূপের সন্ধান পান। এ ছাড়া এখানে কড়ি, মোগল আমলের ধাতব মুদ্রা, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, পোড়ামাটির ভাস্কর্যসহ অনেক রকম প্রত্ননিদর্শন পেয়েছেন।

সুফি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাপ্ত নিদর্শন থেকে প্রমাণিত হয়েছে, ইসলাম খানের আগমনের অনেক আগেই ঢাকায় একটি প্রাসাদ দুর্গ ছিল। সুবাদার ইসলাম খানের সেনাপতি ও লেখক মির্জা নাথান তার ‘বাহারিস্তান-ই-গায়েবি’ বইতে ঢাকায় যে দুর্গের কথাটি উল্লেখ করেছিলেন, সেটিকে পরে ইতিহাসবিদরা ‘ঢাকাদুর্গ’ হিসেবে উল্লেখ করে থাকেন। এই দুর্গে ইসলাম খান বসবাস করেছেন। কিন্তু প্রত্নতাত্ত্বিক খনন থেকে পাওয়া নিদর্শন যুক্তরাষ্ট্রের বেটা ল্যাবরেটরিতে কার্বন-১৪ পরীক্ষা করার পর প্রমাণ পাওয়া গেছে, এগুলো ১৪৩০ খ্রিস্টাব্দের। ফলে এখন নিশ্চিতভাবেই বলা যাচ্ছে, এই দুর্গ ইসলাম খানের আসার আগেই নির্মিত হয়েছিল এবং এটিকে ‘ঢাকাদুর্গ’ নয়; বরং ‘ঢাকার দুর্গ’ বলা সংগত।

তিনি আরও বলেন, ইসলাম খানের আগে ঢাকার ইতিহাস স্পষ্ট নয়। নারিন্দার বিনত বিবির মসজিদসহ কিছু নিদর্শন থেকে এটা জানা গিয়েছিল, ইসলাম খানের আগমনের আগেও এখানে সমৃদ্ধ জনপদ ছিল। কিন্তু এই খননের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো, শুধু জনপদই নয়, এখানে অন্তত বড় একটি প্রাসাদ দুর্গ ছিল এবং সমৃদ্ধ নগর ছিল। যেখানে সুবেদার ও তার সঙ্গে আসা ৫০ হাজার সেনার বিশাল বাহিনী বসবাস করেছিলেন।

এ ছাড়া আরও তাৎপর্যপূর্ণ আবিষ্কার হলো, কয়েকটি ‘গ্লেজড মৃৎপাত্র’ (অনেকটা সিরামিকের মতো চকচকে) এবং ‘রোলেটেড মৃৎপাত্র’ (মসৃণ ও সূক্ষ্ম নকশা করা), যা থেকে অনুমান করা যাচ্ছে, ঢাকায় অন্তত পঞ্চম থেকে দ্বিতীয় খ্রিষ্টপূর্বাব্দে জনবসতি ছিল। কারণ, একই ধরনের মৃৎপাত্র পাওয়া গেছে প্রাচীন পুণ্ড্রবর্ধন (মহাস্থান) ও উয়ারী বটেশ্বরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়ায়। এই মৃৎপাত্র পাওয়ায় প্রমাণিত হচ্ছে, এখানে একটি আদি ঐতিহাসিক যুগে সমৃদ্ধ জনপদ ছিল। প্রাচীন সিল্ক রুটের সঙ্গে এই জনপদের সংযোগ থাকার সম্ভাবনা রয়েছে। সেই সূত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল এবং এর বয়স আনুমানিক আড়াই হাজার বছর। এই হিসাবে ঢাকা শহর কেবল চারবার নয়, সাতবার রাজধানীর মর্যাদা পেয়েছে। সময় বিভাগ অনুসারে, আদি ঐতিহাসিক যুগ (খ্রি.পূ ষষ্ঠ শতক), প্রাক্‌-মধ্যযুগ (ষষ্ঠ থেকে ত্রয়োদশ শতক), সুলতানি আমল (ত্রয়োদশ-ষোড়শ শতক), মোগল আমল (ষোড়শ-অষ্টাদশ শতক), ঔপনিবেশিক আমল (১৭৫৭-১৯৪৭ খ্রিস্টাব্দ), পাকিস্তান যুগ (১৯৪৭-১৯৭০ খ্রিস্টাব্দ) এবং স্বাধীন বাংলাদেশের রাজধানী (১৯৭১ থেকে বর্তমান)।

এই প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণায় সহযোগী ছিলেন মোহাম্মদ মাহবুবুল আলম, মো. মামুন দেওয়ান, মুহাম্মদ সোহরাব উদ্দিন, মো. আওলাদ হোসেন ও চাঁদ সুলতানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে গড়িমসিভাব জনগণ ভালোভাবে নিচ্ছে না : নাজমুল হাসান

প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থতা, বাইডেনের দুর্বলতার খেসারত দিচ্ছে যুক্তরাষ্ট্র

হজের প্যাকেজ ঘোষণা, খরচ কমলো কত?

শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেপ্তার

দীপাবলিতে আসছেন আয়ুষ্মান-রাশমিকা

চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ধাওয়া

মেহেরপুরে জেলা আ.লীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২

নোয়াখালীতে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিবৃতি

ভারত থেকে আরও ২ লাখ ৩২ হাজার ডিম আমদানি

১০

আশুলিয়ায় গরু ডাকাতি, গ্রেপ্তার ৬

১১

৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবেন শিক্ষার্থীরা : উপদেষ্টা আসিফ

১২

অন্তর্বর্তী সরকারের ভিন্ন রাজনৈতিক এজেন্ডা নেই, বিশ্বাস মির্জা ফখরুলের

১৩

জাতীয় দল থেকে বাদ পড়লেন জামাল ভুঁইয়া

১৪

‘আমার বাচ্চা ভালো লাগে তাই চুরি করেছি’

১৫

পদত্যাগের দাবিতে রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের কক্ষে তালা

১৬

কুমিল্লায় সড়ক ভেঙে পুকুরে, চলাচলে দুর্ভোগ

১৭

বাংলাদেশে শেখ হাসিনা-আ.লীগের কোনো জায়গা হবে না : ড. ইউনূস

১৮

ঢাকা নগরের বয়স নিয়ে জানা গেল নতুন তথ্য

১৯

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২০
X