গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য প্রায় ৬ ঘণ্টা কিছু এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকল শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৩০ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপনের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে উত্তরা ৮নং সেক্টরসহ উত্তর পার্শ্বে টঙ্গী নদীর পাড় পর্যন্ত ও এর আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া একই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্যাস সরবরাহ বন্ধ রাখায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
মন্তব্য করুন