সাইবার নিরাপত্তায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মশালাটি আয়োজিত হয়। তরুণদের পেশাগত দিক নিয়ে কাজ করা সংগঠন ক্যারিয়ার প্রো এর উদ্যোগে এবং প্রযুক্তি প্রতিষ্ঠান বন্ডস্টাইন টেকনোলিজস লিমিটেডের মূল পৃষ্ঠপোষকতায় আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে তাঁদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন। পাশাপাশি শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক আলোচনা এবং কুইজের মাধ্যমে নিজেদের সাইবার ঝুঁকি থেকে রক্ষার বিষয়ে মূল্যবান জ্ঞান অর্জন করেন। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন, বিশেষ করে শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য। মনোবিজ্ঞানী ও থেরাপিউটিক কাউন্সেলর তন্বিতা ঘোষ সাইবার সুরক্ষার মানসিক প্রভাব, বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসক্তি ও সাইবার বুলিংয়ের ফলে মানসিক স্বাস্থ্যে যে ক্ষতি হয়, তা নিয়ে আলোচনা করেন। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আবদুল্লাহ নাঈম, সাইবার সিকিউরিটি নিয়ে একটি ওয়ার্কশপ পরিচালনা করেন।
স্টার সিনেপ্লেক্স এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা এবং ক্যারিয়ার প্রো এর উপদেষ্টা লায়লা নাজনীন বলেন, তরুণ প্রজন্মকে ক্যারিয়ার ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্টে সাহায্য করাই ক্যারিয়ার প্রো বিডি'র মূল উদ্দেশ্য । কর্পোরেটের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ক্যারিয়ার প্রো এই ধরনের সামাজিক সচেতনতামূলক আয়োজন করে থাকে।
মন্তব্য করুন