কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:২৯ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত

নিম্নচাপটি ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। ছবি : সংগৃহীত
নিম্নচাপটি ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (২৩ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কথা জানান তিনি।

মোস্তফা কামাল পলাশ লেখেন, জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র দেখা যাচ্ছে গভীর নিম্নচাপটি সংগঠিত হয়ে পুরোপুরি ঘূর্ণিঝড়ের গঠন আকৃতি ধারণ করেছে। আমার বিশ্লেষণ অভিজ্ঞতার আলোকে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

তিনি লেখেন, ঘূর্ণিঝড় ডানার কারণে যে ঘূর্ণ্যমান মেঘের সৃষ্টি হচ্ছে তা ইতোমধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকার জেলাগুলো পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঘূর্ণিঝড় ডানার বহিঃস্থ মেঘের কারণে আজ দিনের বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আজ সকাল থেকে সন্ধ্যার মধ্যে।

মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে আঘাত করলেও এর প্রভাব ভালোভাবে পড়বে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপরে।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত একটি ছবি সংযুক্ত করে পলাশ লিখেছেন, নিচের ছবিতে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ঘন মেঘ ও বৃষ্টি বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতের ত্রিপুরা, মনিপুর রাজ্য ও মিয়ানমারের দিকে অগ্রসর হবে।

এদিকে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১টায় তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপের সময় কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর উত্তাল রয়েছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যাতে স্বল্প সময়ের নোটিশে নৌকাগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিনের ছুটি নিয়ে ৫ মাস ধরে ইতালিতে ইউএনওর গাড়িচালক

অফিস-আদালতে ঘুষ একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল : হাসনাত

যে কারণে দলে নেই তাসকিন

হাসিনাকে ফেরাতে প্রাথমিক আলোচনা হয়েছে, চূড়ান্ত নয় : পররাষ্ট্র উপদেষ্টা

ফসলি জমির মাটি বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড

স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রকৌশলী সফি উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে মাদকের কারবার চঞ্চলের

স্ত্রী-সন্তানসহ নজিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

দুই থানার নাম পরিবর্তন

১০

ট্রলারসহ ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

১১

যৌতুকের মিথ্যা মামলায় আসামিকে খালাস, উল্টো বাদীকে সাজা

১২

মুরাদনগরে পুলিশি হয়রানি বন্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় বিএনপি

১৩

ইয়াবাসহ মাদককারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

ওমরাহ যাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ, অমান্য করলে শাস্তি

১৫

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি আলী আজমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৬

খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, শিশুসহ ৬ জন হাসপাতালে

১৭

ফ্যাসিস্ট সরকারের সময় আমি নিজেই বঞ্চিত : তুরিন আফরোজ

১৮

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে প্রকাশ : পিএসসি চেয়ারম্যান

১৯

অটোরিকশায় আঘাত করায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

২০
X