দুর্নীতির অভিযোগে বিচারের মুখে থাকা সিলেটের কাস্টমস ও ভ্যাটের সাবেক কমিশনার মোহাম্মদ এনামুল হককে অবসরে পাঠিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মোহাম্মদ এনামুল হক কমিশনার অব কাস্টমস, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত এর চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৫ এবং ধারা-৫১ অনুযায়ী জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
তিনি ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত তার চাঁদা এবং এর সুদ ব্যতীত অন্যকোনো অবসর সুবিধা প্রাপ্য হবেন না। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য করুন