হাইকোর্ট বিভাগের চরম দুর্নীতিবাজ দলকানা-দলবাজ বিচারপতিদের পদত্যাগ-অপসারণের দাবি জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
সোমবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেন তারা। এর আগে দুপুর দেড়টায় হাইকোর্টের এনেক্স ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু করেন আইনজীবীরা।
এরপর কার্যালয়ে এসে সুপ্রিমকোর্টের আইনজীবীদের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন।
ওই প্রতিনিধি দলে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মোহসিন রেজা, সৈয়দ মামুন মাহবুব, মো. মহিউদ্দিন আহমেদ খানসহ অন্যান্য আইনজীবীরা।
মন্তব্য করুন