মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

নৌকাস্কুল উদ্ভাবন, ‘নোবেল লাইফ প্রাইজ’ পেলেন স্থপতি রেজোয়ান 

বাঁ থেকে নৌকাস্কুল এবং তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন স্থপতি রেজোয়ান। ছবি : সৌজন্য ছবি
বাঁ থেকে নৌকাস্কুল এবং তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন স্থপতি রেজোয়ান। ছবি : সৌজন্য ছবি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার চিন্তা থেকে নৌকাস্কুল উদ্ভাবন করে দেশে-বিদেশে সাড়া ফেলেন বাংলাদেশি স্থপতি মোহাম্মদ রেজোয়ান। তারই স্বীকৃতি হিসেবে ২৭তম ‘গ্লোবাল লাভ অব লাইভস অ্যাওয়ার্ডস’ পেয়েছেন তিনি। বিশ্বব্যাপী মানুষের জন্য নিঃস্বার্থ কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয় তাইওয়ান।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং নিজ কার্যালয়ে রেজোয়ানসহ অন্যান্য বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রেসিডেন্ট লাই চিং বলেন, ‘স্থপতি হিসেবে রেজোয়ান জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর একটি সমাধান তৈরি করেছেন, যা বিশ্বকে উপকৃত করছে। তার ভাসমান স্কুল শিশুদের জন্য আশার সঞ্চার এবং শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করেছে।’

নৌকাস্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষাসুবিধা দেওয়ায় রেজোয়ানকে ‘মেডেল অব অ্যাচিভমেন্টস’ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। ১৯৯৮ সাল থেকে তাইওয়ানের ‘চো তা-কুয়ান কালচারাল অ্যান্ড এডুকেশনাল ফাউন্ডেশন’ এই পুরস্কারটি দিয়ে আসছে, যা ‘নোবেল লাইফ প্রাইজ’ নামেও পরিচিত।

১৬ সদস্যের জুরি সারা বিশ্ব থেকে মনোনীত প্রায় সাড়ে তিন হাজার প্রার্থীর মধ্য থেকে রেজোয়ানকে নির্বাচিত করেন। সিটিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চো চিন-হুয়া বলেন, ‘রেজোয়ানের উদ্ভাবন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার একটি কার্যকর পদ্ধতি এবং প্রকৃত অর্থেই তিনি বাংলাদেশের আর্থ হিরো। আমাদের পুরস্কার গত দুই দশকব্যাপী পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু অভিযোজনে তার অবদানের স্বীকৃতি দেয়।’

পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত জানিয়ে রেজোয়ান বলেন, ‘বাংলাদেশের জনগণের মতো তাইওয়ানের জনগণও রেসিলিয়েন্ট, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের পরে তারা তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণ করেছে। তারা আমাদের ফরমোজার (তাইওয়ান) নদীতে একটি নৌকাস্কুল তৈরি করতে বলেছে। আমরা বাংলাদেশিরা এভাবে আরো অনেক জীবন বদলে দেওয়া সৃজন-উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববাসীর নানা সংকটের সমাধান বের করতে সক্ষম হব।’

২০০২ সালে রেজোয়ান চলনবিলের অথৈ পানিতে ভাসান তার অনবদ্য উদ্ভাবন ‘নৌকাস্কুল’। নৌকায় ডিজিটাল শ্রেণিকক্ষের পাশাপাশি রয়েছে ভাসমান লাইব্রেরি, খেলার মাঠ ও স্বাস্থ্যসেবা ক্লিনিক এবং কিশোরী-তরুণীদের জন্য রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। রেজোয়ানের এই অনন্য উদ্ভাবন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে আরো ৮টি দেশে।

বাংলাদেশ সরকার তার এ উদ্ভাবনকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় (২০২৩-২০৫০) অন্তর্ভুক্ত করে। ইউনিসেফ, ইউএনইপি ও ইউএনডিপির মতো জাতিসংঘের বিভিন্ন তহবিল ও কর্মসূচি তার এই উদ্ভাবনকে স্বীকৃতি দিয়েছে।

২০১৯ সালে প্রকাশিত ‘আর্থ হিরোজ’ নামের প্রখ্যাত ব্রিটিশ গ্রন্থে বিশ্বের ২০ জন ‘আর্থ হিরো’র তালিকায় লিপিবদ্ধ হয়েছে রেজোয়ানের নাম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, তাইওয়ানসহ বিশ্বের নানা দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের পাঠ্যপুস্তকে রেজোয়ান ও তার ভাসমান স্কুল বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মীম

‘আল্লাহর আইন, আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে’

যাত্রাবাড়ী থানায় মৃত্যুর ৭০ দিন পর আনসার সদস্যের পরিচয় শনাক্ত 

দুই ডজন মামলার আসামি গলাকাটা শহিদ গ্রেপ্তার

‘বাংলাদেশে অর্থনীতির চলমান ধীরগতি মন্দা ডেকে আনতে পারে’

প্রতিমা বিসর্জনে গিয়ে সৈকতে প্রবালের মৃত্যু

শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

প্রধান শিক্ষক হত্যায় পেকুয়া যুবলীগ সভাপতি পাঁচ দিনের রিমান্ডে

‘হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু অভ্যুত্থানের চেতনার পরিপন্থি’

১০

মামলা তুলে নিতে বাদীকে হুমকি, থানায় জিডি

১১

৩ কোটি টাকার ভারতীয় কাপড়সহ কুরিয়ার সার্ভিসের গাড়ি আটক

১২

তিন কার্যদিবসের মধ্যে বয়স বাড়ানোর প্রজ্ঞাপন চান চাকরিপ্রত্যাশীরা

১৩

শ্বশুরবাড়িতে স্বামীর ঝুলন্ত লাশ, স্ত্রী গ্রেপ্তার

১৪

মৌলভীবাজারে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

১৫

বিনোদিনীর কবিতা ‘স্বপ্নভেলা...’

১৬

সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান 

১৭

সড়কে স্বপ্নভঙ্গের আর্তনাদ থামাতে হবে : লায়ন হাকিম আলী

১৮

দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যায় গ্রেপ্তার ২

১৯

নৌকাস্কুল উদ্ভাবন, ‘নোবেল লাইফ প্রাইজ’ পেলেন স্থপতি রেজোয়ান 

২০
X