সোমবার (১৪ অক্টোবর) বিশিষ্ট সাংবাদিক, লেখক, নারী ও শিশু অধিকার কর্মী দিল মনোয়ারা মনুর (৬৯) ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
দিল মনোয়ারা মনু চার দশকেরও বেশি সময় সাংবাদিকতা ও লেখালেখির পেশায় নিয়োজিত ছিলেন। পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন প্রায় ২৫ বছর। ২০১৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে ডাক্তারের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দিল মনোয়ারা মনুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তার বিভিন্ন সময়ের লেখা প্রবন্ধ, প্রতিবেদন, ইত্যাদির সংকলন গ্রন্থ ‘দিল মনোয়ারা মনুর রচনা সংগ্রহ’ নামে বই আকারে মুদ্রিত হয়েছে। খুব শিগগিরই এ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হবে।
মন্তব্য করুন